Categories: সারাদেশ

বিএসএফের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২ দিন পর পরিবারের কাছে ভাই-বোনের লা’শ

বাংলা একাত্তর ডেস্কঃ বিএসএফের ধাওয়ায় নদীতে ডুবে যাওয়া ভাই-বোনের লা’শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের দু’দিন পর পরিবারের কাছে লা’শ হস্তান্তর করেছে বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটেছে। লালমনিহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন পরিবারের কাছে শিশু দুটির লা’শ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লা’শ হস্তান্তর করা হয়। উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের ৯৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের আট নম্বর সাব পিলারের পাশে এ বৈঠক হয়।

শিশু দুটির নাম পারভীন (৮) ও সাকিবুর (৪)। তারা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতি গ্রামের রহিচ উদ্দিন (৩৮) ও সামিনা বেগম (৩৫) দম্পতির সন্তান। এর আগে রোববার দুপুর দেড়টায় ভারতের ৫০ গজ ভেতরে নীল কমল নদীতে ভাইবোনের ভাসমান লাশ উদ্ধার করে ১৯২ ব্যাটালিয়ন সেওটি-১- ক্যাম্পের বিএসএফ ও সাহেবগঞ্জ থানার পুলিশ।

উল্লেখ্য, ভারতের হরিয়ানা রাজ্যের সুলতানপুর এলাকার হাসিহেসা ইট ভাটায় কাজ করতেন রহিচ উদ্দিন। কাজ শেষে বাংলাদেশে প্রবেশের জন্য দালালের সাহায্য নেন তিনি। দেশে প্রবেশের জন্য শুক্রবার রাতে স্ত্রী ও দু’সন্তানসহ কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি সীমান্ত এলাকায় আসেন তিনি।

পাচারকারী দালালরা কাঁটাতারের বেড়া কেটে তাদেরকে নীল কমল নদীর পাড়ে নোম্যান্স ল্যান্ডে এনে দাঁড় করায় এবং নদী সাঁতরে বাংলাদেশে আসতে বলে। এ সময় শব্দ শুনে ভারতীয় সেউটি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে দু’সন্তানকে নিয়ে নদী সাঁতরাতে শুরু করেন সামিনা বেগম। কিন্তু তীব্র স্রোতে হাতের বাঁধন খুলে ডুবে যায় দু‘শিশু। ডুবে যাওয়ার দু’দিন পর রোববার সকালে তাদের লাশ ভেসে ওঠে।

পরে মৃত সন্তানের লাশ ফেরত চেয়ে লালমনিহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছে একটি আবেদন করেন বাবা রহিচ উদ্দিন। আবেদনের পর জনৈক নারায়ণ চন্দ্র বর্মনের বাড়ির উঠোনে বিএসএফ-বিজিবি বৈঠক শেষে শিশু দু’টির লাশ পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ। মঙ্গলবার রাতেই শিশু দুটির লাশ দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।

এ সময় ভারতীয় বিএসএফের পক্ষে-১৯২ ব্যাটালিয়নের সেওটি-১, সেউটি-২ ক্যাম্পের বিএসএফ, সাহেবগঞ্জ থানা পুলিশ ও বিজিবির পক্ষে লালমনিহাট-১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ফরিদ, অনন্তপুর ক্যাম্প ইনচার্জ আরফিন, পুলিশের পক্ষে এএসপি সার্কেল সুমন রেজা, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন ওয়ার্ড সদস্য আজিজুল ও মেছের আলী।

 

সাব এডিটর

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago