Categories: খেলা

বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা, কাতারে কোন ভুলই করতে চান না মেসি

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরে যেতে হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল আলবিসেলেস্তেরা। ভরাডুবি ঘটে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। মেসির দল বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকে।

অধরা বিশ্বকাপ শিরোপা জেতার আরও একটি সুযোগ পাচ্ছেন মেসি। চলতি বছর কাতারে বসছে বিশ্বকাপের নতুন আসর। যেখানে গ্রুপপর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। অনেকের মতে, সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। তবে মেসি মোটেও সহজভাবে নিচ্ছেন না এই গ্রুপকে। রাশিয়া বিশ্বকাপে করা ভুল এবার পুনরাবৃত্তি চান না আর্জেন্টিনার অধিনায়ক। তার মতে,

গ্রুপপর্ব থেকে শুরু করে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সমান গুরুত্বপূর্ণ ও কঠিন। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে ছিল ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। সেবার আইসল্যান্ডের সঙ্গে ড্র ও ক্রোয়েশিয়ার কাছে হেরে বিপদেই পড়ে গিয়েছিল তারা। শেষ ম্যাচে ৮৬ মিনিটের গোলে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা। ফ্রান্সের কাছে হেরে অবশ্য দ্বিতীয় রাউন্ডেই থেমে যায় যাত্রা।

তাই এবার সতর্ক মেসি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে জানি, কোনো দলই সহজ নয়। গত বিশ্বকাপে আমরা গ্রুপিং দেখে উদযাপন করছিলাম। কিন্তু শেষে গিয়ে এটি খুব কঠিন হয়ে গেলো।’ প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে মেসির দল। এক ম্যাচ সম্পর্কে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ সবসময় আলাদা, প্রতিপক্ষ যারাই হোক না কেন।

আমাদের অনেক ছেলের জন্য এটি প্রথম বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে। এসব ম্যাচে জয়ের তাড়না সবচেয়ে বেশি থাকে।’ প্রথম ম্যাচ জয়ের গুরুত্ব জানিয়ে মেসি আরও বলেন, ‘প্রথম ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ওর ওপর টুর্নামেন্টের আসন্ন ম্যাচগুলোও নির্ভর করে। সত্যি বললে, এটি খুবই রোমাঞ্চকর গ্রুপ। মাঠে নামতে উদগ্রীব আছি। আমি বিশ্বাস করি সামনে আসা যেকোনো মুহূর্তের জন্য আমরা প্রস্তুত।’

গ্রুপের আরেক দল মেক্সিকো সম্পর্কে তিনি বলেন, ‘এই দলটি সবসময় আমাদের কঠিন চ্যালেঞ্জ জানায়। যদিও সৌভাগ্যবশত আমরা চ্যালেঞ্জ উৎরে যেতে পেরেছি আগে। তারা পরিস্কার ভাবনা নিয়ে খেলে। তাদের কোচ আর্জেন্টিনা ও আমাদেরকে খুব ভালোভাবে চেনে।’

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago