ফেসবুকে যেভাবে চালু করবেন জুতার রিয়েকশন

সম্প্রতিকালে ফেসবুকে একটি নতুন ফিচার চালু করেছে সেটি হল কাস্টম রিয়েকশন দিতে পারবে যে কোনো ব্যবহারকারী। পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালু করা হয়েছে কয়েকদিন আগে। অনেকেই এই কাস্টম ইমোজির জায়গায় জুতা ইমোজি ব্যবহার করছেন। তাই অনেকেই জুতা সিম্পলের এই ইমুজি টি কাস্টম রিএকশন সিস্টেমে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

পূর্বে আমরা ফেসবুকে সাতটি মনোভাব প্রকাশ করার অপশন দেখতে পেতাম এখন আমরা আটটি অপশন দেখতে পাবো । আর এখন বর্তমানে এখানে আরো একটি কাস্টম রিয়াকশন সিস্টেম চালু করার সুবিধা দিয়েছে ফেসবুক।আপাতত ফেসবুক এটা পরীক্ষামূলকভাবে কিছু প্রাইভেট গ্রুপে চালু করে দিয়েছে । গ্রুপে এডমিন চাইলে এই কাস্টম রিএকশন সিস্টেমটি অদলবদল করে যে কোন ইমোজি ব্যবহার করতে পারবে সেটা হোক জুতা বা অন্য কিছু। যদি এটা দিয়ে ফেসবুক ভালো ফিডব্যাক পায় তাহলে এটা গ্লোবাল রিলিজ করে দিবে ।

আপনার যদি একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকে এবং আপনি যদি গ্রুপের এডমিন হয়ে থাকেন তাহলে আপনি চেক করে দেখতে পারেন আপনার গ্রুপের এই নতুন ফিচারটি এভেলেবেল রয়েছে কিনা। যদি আপনার ফেসবুক গ্রুপে এই সিস্টেমটি এভেলেবেল থাকে তাহলে এই জুতা মারার রিএকশন বা কাস্টম রিয়াকশন টা কি ভাবে মডিফাই করবেন আজকের পোষ্টে জানতে পারবেন।

ফেসবুকে রিয়েকশন এর ইতিহাসঃ ফেসবুক কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হওয়া ৫ বছর পরে লাইক অপশনটি ফেসবুকে এড করেছিলেন মার্ক জুকারবার্গ ( ফেসবুকের প্রতিষ্ঠাতা ) । ফেসবুকের সূচনা হয় 2004 সালে । তখন ফেসবুকে কারো পোস্টে কোন ধরনের রিএকশন দেয়া যেত না । রিএকশন এর অপশন ছিল না । এবং 2009 সালে দীর্ঘ ৫ বছর পর ফেসবুক লাইক নামক এই রিএকশন অপশনটি চালু করে। তখন সকল ধরনের পোস্টের শুধুমাত্র লাইক রিএকশন টি দেয়া যেত ।

এবং পরবর্তীতে ফেসবুক কোম্পানি আরো রিএকশন এর সম্বন্ধে ভাবতে থাকে তারপর 2016 সালে Love , Ha Ha, sad, Wow, Angry এই সকল রিয়েক্ট গুলো ফেসবুক চালু করে দেয় । পরবর্তীতে ফেসবুক ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী 2020 সালে Care নামক এই রিয়েক্ট টি ও ফেসবুক কোম্পানি চালু করে দেয় । বর্তমানে এই সাতটি রিএকশন এর পাশাপাশি আরো একটি রিএকশন যোগ হতে চলছে সেটি হল কাস্টমাইজ রিএকশন । যেটাকে কিছু গ্রুপের লিজেন্ডারি এডমিনগণ জুতা সিলেক্ট করে এটাকে জুতার রিএকশন বানিয়ে ফেলেছে ।

কিভাবে কাস্টম রিএকশন বা জুতা রিয়েক্ট চালু দিবেনঃ ফেসবুক শুধুমাত্র কয়েকটি প্রাইভেট গ্রুপে এই রিএকশন টি চালু করেছে পরীক্ষামূলক ভাবে । আমরা চাইলেও এটি আমাদের প্রোফাইল বা পেইজে আনতে পারব না । এই রিএকশন যদি আমরা আমাদের গ্রুপে আনতে চাই তাহলে আমাদের গ্রুপটি প্রাইভেট গ্রুপ হতে হবে । এবং গ্রুপটির বয়ষ 3-4 বছরের মতো হতে হবে । তাহলে জুতার রিয়েক্ট টি আমরা আমাদের গ্রুপে চালু করতে পারব।

কাস্টম রিয়েকশন চালু করার ধাপঃ গ্রুপটিতে প্রবেশ করার পরে এইরকম একটা অপশন দেখতে পাবেন । ( লাল বৃত্ত দিয়ে মার্ক করা ) এইটার উপরে ক্লিক করুন ।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago