Categories: সারাদেশ

২ টাকা কেজি দরেও কেউ কিনছে না শসা

ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে শসার ফলন ভালো হলেও হঠাৎ দাম কমাতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। যেই শসা কিছু দিন আগেও পাইকাররা ক্ষেত থেকে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কিনেছেন এখন তারা ২ টাকা কেজি দরেও কিনতে রাজি হচ্ছেন না। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ও মোকামে দাম না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শসার আবাদ হয়। স্থানীয় চাহিদা পূরণ করে অন্য জেলায় সরবরাহ করা হয় এখানকার শসা। বিগত কয়েক বছর ধরে স্থানীয় পাইকাররা কৃষকের ক্ষেত থেকে শসা কিনে বিভিন্ন জেলায় পাঠান। কিন্তু এ বছর ন্যায্য দাম না পেয়ে লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা।

বুধবার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে কথা হয় শসা চাষি মো: আবুর সাথে। তিনি বলেন, এ বছর তিনি এক একর জমিতে শসার আবাদ করেছেন। খরচ হয়েছে দেড় লাখ টাকা। এখন যে দাম, তাতে শ্রমিকদের মজুরি খরচই উঠছে না।

তার অভিযোগ স্থানীয় শসা ব্যাবসায়ীদের সিন্ডিকেটই শসার দাম কমে যাওয়ার মূল কারণ। তাদের কারণে বাইরের ব্যাবসায়ীরা এখানে আসতে পারছে না।একই গ্রামের চাষি হুমায়ুন আজাদ বলেন, ৫০ কেজি ওজনের একেকটি শসার বস্তার দাম ১০০ টাকাও মিলছে না। শসার ফলন ভালো হয়েছে ঠিকই। কিন্তু ছয় বস্তা বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনার সাধ্য নেই আমাদের।

হরিদাস নামের আরেক কৃষক বলেন, প্রতি রমজান মাসে শসার দাম চড়া থাকলেও এবার উল্টো চিত্র।অনিল কুমার, শামসুল ইসলামসহ কয়েকজন পাইকারি শসা ব্যবসায়ী বলেন, কয়েক দিন আগেই আমরা ক্ষেত থেকে প্রতি কেজি শসা ৫০ টাকা দরে কিনেছি। সেই শসা এখন দুই টাকা থেকে আড়াই টাকা করে কিনতে হচ্ছে।

কারণ হিসেবে তারা বলেন, চাষি শসা আবাদ করেছে বেশি তাই আমদানি বেশি কিন্তু চাহিদা কম। আবাদ কম করলে কৃষকেরা ভালো দাম পেতো।

ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষি অফিসার কৃষ্ণ রায় বলেন, রবি মৌসুমে ৭৫ হেক্টর জমিতে ১ হাজার ৩০৭ টন এবং খরিপ মৌসুমে ৫০ হেক্টর জমিতে শসার ফলন ৯৪০ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তবে, শসার দাম হঠাৎ কমাতে আগামী মৌসুমে চাষের পরিমাণ কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago