Categories: বিনোদন

নেতা আসবে আর যাবে : হিরো আলম (ভিডিও)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ঝিমিয়ে পড়া এফডিসিতে। প্রতিদিনই দুই প্যানেলের প্রার্থী, ভোটার, সাংবাদিকরা সেখানে যাচ্ছেন, চলছে প্রচারণা। ভোটের এই আমেজে এফডিসিতে আসেন সোশ্যাল মিডিয়ার আলোচিত হিরো আলম। তাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

বিভিন্ন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে। এবার শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলেছেন বগুড়ার এই যুবক। আরটিভি নিউজের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘কেউ চিরকাল বেঁচে থাকবে না, চিরকাল কেউ কোনো চেয়ারে ক্ষমতা নিয়ে থাকতেও পারবে না। নেতা আসবে আর যাবে। এটাই বর্তমানে নিয়ম।’

নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে অবশ্যই এমন একজন ব্যক্তিকে দেখতে চাই, যে চলচ্চিত্রকে ভালোবাসবে, শিল্পীদের ভালোবাসবে।’হিরো আলমের ভাষ্য, ‘এক শ্রেণীর কিছু নেতা আছে, যারা নির্বাচন এলে অসহায় শিল্পীদের ব্যবহার করে। নির্বাচনের সময় তাদের খবর নেয়, অনেক প্রত্যাশা দেয়। সুখে-দুঃখে তাদের পাশে থাকবে। কিন্তু ভোট হয়ে গেলে তাদের খবর থাকে না। বর্তমানে এমন একটা সময় এসেছে, কারো মামা-খালু থাকলে তাকে ভালো একটা আসনে বসানো হয়।’

ভবিষ্যতে তিনি শিল্পী সমিতির নির্বাচনে আসবেন কিনা কিংবা আসলে কি করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘ভবিষ্যতে আমি আসলে কি করবো সেটা এই মুহূর্তে বলতে পারছি না। সময়ই বলে দিবে আমি তাদের জন্য কিছু করতে পারবো কিনা। এখন পরিস্থিতি খুব একটা ভালো না। কাউকে আশা দিয়ে আশা পূরণ করতে পারবেন না। বর্তমানে সিনেমার অবস্থা খারাপ, হলের অবস্থা খারাপ। চলচ্চিত্রকে বাঁচাতে চাইলে শিল্পী, প্রযোজক, পরিচালক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে আমি হতাশ। আপনারা জানেন আমি সিনেমা প্রযোজনা করছি। এখন পর্যন্ত ৫টি সিনেমা প্রযোজনা করেছি। তার মধ্যে ২টি সিনেমা রিলিজ হয়েছে, মুক্তির অপেক্ষায় রয়েছে আরও ৩টি। করোনার কারণে সিনেমাগুলো মুক্তি দিতে পারছি না। চলচ্চিত্রকে ভালোবাসি, তাই এই দুঃসময়ে চলচ্চিত্র প্রযোজনা করতে চলে এসেছি।’

নিজের নিন্দুকদের প্রসঙ্গে হিরো আলম জানান, ‘সারা বাংলাদেশে আমি এক নামে পরিচিত। সেই মফস্বল থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি। অনেকেরই প্রচুর টাকা-পয়সা আছে, স্মার্ট চেহারা তারা এই জায়গায় আসতে পারছে না। এ ধরণের মানুষরাই আমাকে নিয়ে সমালোচনা করে। আমি এসব সমালোচনায় কান দেই না, ভবিষ্যতেও দিতে চাই না। আজকের এই জায়গায় আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago