Categories: জাতীয়

দেখে নিন রাজধানীর কোন রুটে বাস ভাড়া কত

ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলের জন্য নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া আদায় এবং ভাড়া আদায়ে অনিয়মের অভিযোগে এই তালিকা প্রকাশ করলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ইতোমধ্যেই মালিক সমিতির নেতাদের কাছে নতুন ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে প্রতিটি পরিবহনে এই তালিকা টাঙিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী, দূরপাল্লার এবং মহানগরের বাসের ক্ষেত্রে যথাক্রমে ২৭% এবং ২৬.৫% ভাড়া বেড়েছে। ফলে সব মিলিয়ে গড় ভাড়া বেড়েছে ২৬.৭৫%।

দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১.৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১.৪২ টাকা ছিল। কিলোমিটার প্রতি ০.৪৫ টাকা বাড়িয়ে প্রতি কিলোমিটারে মহানগরের নতুন বাস ভাড়া নির্ধারিত হয়েছে ২.১৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ১.৬০ টাকা থেকে ২.০৫ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া, বাসের ক্ষেত্রে ১০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ৮ টাকা।

বিআরটিএ এর নির্ধারিত নতুন ভাড়ার তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত আসতে যাত্রীর গুনতে হবে ৩৮ টাকা, যেখানে আগে প্রয়োজন হতো ২৯ টাকা। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে অতিরিক্ত ৯ টাকা খসাতে হবে যাত্রীকে, অর্থাৎ আগে ৩৭ টাকা ভাড়া থাকলেও তা এখন ৪৬ টাকা।

শাহবাগ থেকে কলাবাগান, মৎস্য ভবন অথবা প্রেসক্লাব মে যেতে এখন যাত্রীকে ১০ টাকা ভাড়া দিতে হবে। মিরপুর ১০ নম্বর থেকে যাত্রাবাড়ী যেতে আগে যেখানে যাত্রীকে ৩৮ টাকা গুণতে হতো, সেখানে এখন গুণতে হয় ৪৮ টাকা।

ফার্মগেট থেকে ক্যান্টনমেন্টের বালুঘাটে আসতে এখন প্রয়োজন হবে ১৫ টাকা, আগে যেখানে প্রয়োজন হতো ১২ টাকার। নীলক্ষেত থেকে মিরপুর-১০ পর্যন্ত যেতে এখন জনপ্রতি ২৫ টাকা খসাতে হবে, আগে যেখানে খসাতে হতো ১৯ টাকা। মিরপুর-১ থেকে প্রেসক্লাবে যেতে এখন গুনতে হবে ২৩ টাকা, যেখানে আগে আরও ৪ টাকা কম গুনতে হতো।

এছাড়া, মিরপুরের কালশী কিংবা পল্লবী থেকে প্রেসক্লাব পর্যন্ত যেতে গুণতে হবে ৩৮ টাকা, যা আগের চেয়ে ৬ টাকা বেশি। এছাড়া, সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত যেতে জনপ্রতি ৪৮ টাকা গুনতে হবে, যা আগের চেয়ে ৯ টাকা বেশি। উত্তরা থেকে মহাখালী যেতে ৭ টাকা বেড়ে এখন ভাড়া লাগবে ২৫ টাকা। পল্টন থেকে সায়েন্স ল্যাব যেতে জনপ্রতি ভাড়া লাগবে ১০ টাকা।

শাহবাগ থেকে গাবতলী যেতে এখন গুনতে হবে ১৭ টাকা, যা আগের চেয়ে ৩ টাকা বেশি। টেকনিক্যাল থেকে সাভার যাতায়াতে আগে ২৬ টাকা লাগলেও এখন লাগবে ২৯ টাকা। মহাখালী থেকে শ্যামলী রুটে বাসে চলাচল আগে ১০ টাকা লাগলেও এখন লাগবে ১৪ টাকা। যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত যেতে আগে সর্বনিম্ন ৭ টাকা লাগলেও এখন সর্বনিম্ন ভাড়া ১০ টাকা গুনতে হবে। মগবাজার থেকে বনানী যেতে আগে জনপ্রতি ১২ টাকা লাগলেও এখন লাগবে ১৫ টাকা।

তবে যাত্রীদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ভাড়া আদায়ে অনিয়ম করে এখনও তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তাদের দাবি করা ভাড়া না দিলে পথিমধ্যে দেখানো হচ্ছে ভয়-ভীতি। আর তর্কাতর্কি তো থাকছেই।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago