Categories: বিনোদন

বোট ক্লাবে গিয়ে অ’পরা’ধ করেছে, পরীমণিকেই দায়ী করলেন জয়নাল হাজারী

ফেনীর আলোচিত রাজনীতিক জয়নাল হাজারী এবার অভিনেত্রী পরীমণির প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি ঢাকার সাভারের বোট ক্লাবে ধ’ ‘ণচে’ষ্টার শি’কা’র হওয়ার অ’ভিযো’গে মা’ম’লা করেন এই অভিনেত্রী।

শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে জয়নাল হাজারী এ ঘটনার জন্য পরীমণিকেই দা’য়ী করেছেন। ফেসবুকে পরীমণি প্রসঙ্গে হাজারী বলেন, ‘মেয়েটা বোট ক্লাবে না গেলে এ ঘটনা ঘটতো না। তাকে যদি ধ’ ‘ণ করা হয় বা নি’র্যা’তন করা হয়, তা তো তার দো’ষেই হয়েছে। সে তো জানে ওই ক্লাবে কী হয়।

ম’ দ খাওয়া হয়, জু”য়া খেলা হয়। আমি যদি জেনে শুনে বাঘের মুখে পড়ি, বাঘ তো আমাকে খাবেই। সাপের গায়ের ও’পর পা দিলে তো কা’মড়াবেই। এটা তো জানা কথাই, তাহলে সে কেনো গেলো। মূলত এটার জন্য আমি তাকে অ’প’রাধী করি।’

তিনি বলেন, ‘একটা কথাতেই সব শেষ হয় যে, এই মেয়ে বোট ক্লাবে গিয়েই অ’পরা’ধ করেছে। তিনি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মা’ম’লা করতে। তবে পরীমণি অসংলগ্ন মা’তাল ছিলেন বলে সেই মা’ম’লা নেননি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি মা’তাল হয় তাকে সঙ্গে সঙ্গে গ্রে’ফ’তার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম। কিন্তু তখন তা কেন করা হলো না।’

এদিকে ফেনীর স্থানীয় রাজনৈতিকরা মনে করছেন, রাজনীতি থেকে হা’রিয়ে যাওয়া জয়নাল হাজারী সব সময় আলোচনা-স’মালোচনায় থাকতে পছন্দ করেন। এই কারণে তার এমন ফেসবুক ভাষণ।

ফেনীর সাবেক সং’সদ সদস্য জাহা’নারা বেগম সুরমা এ প্রসঙ্গে বলেন, ‘জয়নাল বয়োবৃ’দ্ধ হলোও তার পুরনো স্বভাব বদলায়নি। সব কিছুতে সস্তা কথা বলে আলোচনা থাকা তার পুরনো স্বভাব। এখন এটি তার বয়সের সঙ্গে মানায় না। দলের উপদেষ্টার হওয়ার যে মর্যাদা তা রক্ষা তিনি রক্ষা করতে পারছেন না।’

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা জানান, এর আগে ১৯৯১ সালেও সং’সদ সদস্য থাকা অবস্থায় তার চিরকুমার থাকার পেছনে ‘বিজু’ নামের এক ত’রুণীকে দা’য়ী করেন তিনি। বিজুর সঙ্গে বি’চ্ছেদের কাহিনী তার নিজের লেখা বইতেও লিখেছেন।

সেই সময়ও তার লেখা ‘বিজুর বিচার চাই’ বইটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এরপর ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক ত’রুণীকে প্রকাশ্যে লা’ঞ্ছনাকারী যুবকদের পক্ষ নেন তিনি।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago