Categories: সারাদেশ

নৌকা ডুবাতে ভাতিজার পক্ষে কাজ করার পরামর্শ আওয়ামী লীগের এমপি’র

পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি আ স ম ফিরোজ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ভাতিজার পক্ষে কাজ করার পরামর্শ দিয়েছেন। বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে নৌকার প্রার্থীকে ভোটের মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়ে ৯ মিনিট ৪৮ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে পটুয়াখালী ও বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আমির আলী ব্যাপারী। অন্যদিকে এমপি ফিরোজের ভাতিজা ওই ইউপির বর্তমান চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা এবারও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। গত নির্বাচনেও আমির আলী ওই ইউনিয়নে নৌকার প্রার্থী ছিলেন। তবে এমপি ফিরোজের ভাতিজা আলকাসই বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। অডিও কথোপকথনে এমপি ফিরোজ সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা দেখিয়ে আমিরকে নির্বাচন থেকে সরে আলকাসের পক্ষে কাজ করার পরামর্শ দেন।

ওই অডিওতে নৌকার প্রার্থী আমির আলীকে উদ্দেশ করে আ স ম ফিরোজ বলেন, ‘ভোট যদি একেবারে স্বর্তঃস্ফূর্তভাবেও হয়, তুমি হবা না।’ এ সময় নৌকার প্রার্থী এমপিকে উদ্দেশ করে বলেন, ‘শোনেন ভোট নিরপেক্ষ হলে আমি হব।’ এরপর এমপি ফিরোজ উত্তেজিত হয়ে বলেন, ‘এসব কথাবার্তা আমাকে কইও না। তুমি স্বাস্থ্যগতভাবে ঠিক নাই। লেখাপড়া জানো না। তোমারে একবার সুযোগ দিছিলাম চেয়ারম্যান হইতে পার নাই। আলকাস মোল্লা চেয়ারম্যান হইছে। ও মাস্টার্স পাস করা ছেলে। ওর বউও মাস্টার্স পাস মেয়ে। ওর জন্য চন্দ্রদ্বীপের লোকজনের মধ্যে আনন্দ চলছে।’

এ সময় নৌকার পক্ষে এক ব্যক্তি বলেন, ‘হুইপ সাইবের ভাইর ছেলে বলে তাকে (আলকাস মোল্লা) মানুষ ভয় করে।’ এ কথা শেষ হতে না হতেই এমপি ফিরোজ আরো বলেন, ‘এগুলো বলো কেন, আমাকে ছোট করো কেন। নৌকা শেখ হাসিনা তোমাকে দিছে, কিন্তু আলকাস ভালো প্রার্থী। ও (আলকাস) গতবার বিদ্রোহী প্রার্থী ছিল বলে এ বছরও মনোনয়ন দেওয়া হয়নি। আমার কাছে ওর সম্পর্কে কোনো বাজে কথা বলো না। আমার কাছে বাজে কথা বললে জুতা দিয়া পেটাব।’ এমপি ফিরোজের এই বক্তব্যের পর নৌকার প্রার্থী আমির আলী বলেন, ‘তা হলে কি আমি ভোট বর্জন করব।’ এ সময় আ স ম ফিরোজ বলেন, “তুমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। যদি তুমি সম্মান বাঁচাতে চাও তাহলে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নেতাকর্মীদের ডাকো। নেত্রীকে ধন্যবাদ জানিয়ে বলবা, ‘আমার স্বাস্থ্য খারাপ, তাই নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে চাই।’ যেহেতু আলকাস মোল্লা গতবার নির্বাচিত হইছে তাই আমি মনে করি উন্নয়নের জন্য তাকে ভোট দেওয়া উচিত।”

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী আমির আলী হাওলাদার বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ার পর এমপির বাসায় তাঁর সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা হয়েছে। তখন আরো লোকজন ছিল। কে বা কারা ওই কথা রেকর্ড করেছে তা আমি জানি না। আমি নৌকা মার্কা নিয়ে শেষ পর্যন্ত মাঠে আছি, থাকব এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতব ইনশাআল্লাহ।’

এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় এমপি আ স ম ফিরোজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে সংযুক্ত হননি। পরে খুদে বার্তা পাঠিয়ে বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, ‘চন্দ্রদ্বীপ ইউনিয়নে এমপি ফিরোজ সাহেবের ভাতিজা আলকাস মোল্লা বিদ্রোহী প্রার্থী, এটার দায়-দায়িত্ব তার। তবে দলীয় প্রার্থীকে সে সরে দাঁড়াতে বলেছে কি না আমার জানা নাই। তবে আমি আমির আলীকে বলেছি, নির্বাচনে যত ধরনের সহায়তা লাগবে, তা আমাকে বললে আমি তাকে করব।’ সূত্রঃ বাংলা ইনসাইডার

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago