‘এটাই হয়তো শেষ সকাল’ পোস্ট দেওয়ার পরদিনই চিকিৎসকের মৃত্যু

| আপডেট :  ২১ এপ্রিল ২০২১, ০১:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২১, ০১:২৩ অপরাহ্ণ

মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন চিকিৎসক চিকিৎসক মনীষা জাদব। সম্প্রতি চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন এই চিকিৎসক।

চিকিৎসাধীন থাকলেও অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিলো মনীষা যাদবের। একসময় হয়তো মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন এই চিকিৎসক। মৃত্যু যন্ত্রণা বুঝতে পেরে ফেসবুক পোস্টে লিখেছিলেন ‘এটাই হয়তো শেষ সকাল’। আর এই পোস্ট দেয়ার পরেরদিনই মৃত্যুবরণ করেন মনীষা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত মনীষার একাধারে চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভালভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রোববার মনীষা ফেসবুকে লেখেন, ‘এটাই হয়ত শেষ সুপ্রভাত। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’

পোস্টে মনীষা আরও লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এরপরই সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়। তার মৃত্যুতে স্বজন-বন্ধুবান্ধবের পাশাপাশি শোকের ছায়া নেমেছে ফেসবুকেও।