ভোটার ৯০, ভোট পড়ল ১৮১

| আপডেট :  ৬ এপ্রিল ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৬ এপ্রিল ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ণ

কেন্দ্রে ভোটার ৯০ জন, কিন্তু ভেট পড়েছে ১৮১ টি। অবাক হওয়ার মত এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে।

রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের ভোট চলছিলো। তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার (৬ এপ্রিল)। এর আগেই নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যমেট তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিলো মাত্র ৯০ জন, সেখানে ভোট পড়েছে ১৮১টি। আর ভোটগ্রহণের হিসাবের এই চূড়ান্ত অনিয়মের খবর সামনে আসামাত্রই বিরোধীরা কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে। কমিশনও তা বরখাস্ত করা হয়েছে ওই বুথের ছয় পোলিং অফিসারকে। বলা হয়েছে ওই আসনে হবে পুননির্বাচনও।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসামের হাফলং আসনে বিধানসভা নির্বাচনের গত ১ এপ্রিল ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওই আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ। কিন্তু এই হাফলং আসনের অধীনে খোটলির একটি বুথে মোট ভোটার সংখ্যা মাত্র ৯০ জন। আর সেখানে ভোট পড়েছে ১৮১টি।

এ বিষয়ে ওই বুথে দায়িত্ব পালন করা কর্মকর্তারা বলেন, ভোটার তালিকা অনুযায়ী খোটলির ওই বুথে ভোটার সংখ্যা মাত্র ৯০ হলেও সেই তালিকা মানেননি গ্রামপ্রধান। তিনি পৃথক একটি তালিকা আনেন। সেই অনুযায়ী চলে ভোটগ্রহণ।