করোনা আক্রান্ত ডাক্তার, মিলেছে না হাসপাতালে ভর্তির সুযোগ

| আপডেট :  ৩ এপ্রিল ২০২১, ০৫:০০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩ এপ্রিল ২০২১, ০৫:০০ পূর্বাহ্ণ

পেশায় চিকিৎসক তৌহিদুল ইসলাম। সম্প্রতি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু চিকিৎসক হওয়া সত্ত্বেও স্কয়ার, ইউনাইটেড সহ চারটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেন নি। অবশেষে রাত দেড়টায় ভর্তির সুযোগ মেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের এমন ভোগান্তির চিত্র এখন।করোনা বিশেষায়িত হাসপাতালগুলোর নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। সরেজমিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রোগীর সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে। ফলে হাসপাতালটি অনেক রোগীকেই ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে।

এমনই একজন ৫০ বছর বয়ষ্ক শেফালী বেগম। জ্বর, শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গ নিয়ে রাজধানীর তিনটি হাসপাতাল ঘুরে এসেছেন কুর্মিটোলা হাসপাতালে। কিন্তু সিট খালি না থাকায় এখান থেকেও ফিরিয়ে দেয়া হয় তাকে।

এদিকে, রোগীদের এই ভোগান্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রাতারাতি চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়। তাই সংক্রমণ নিয়ন্ত্রণ ই একমাত্র উপায়