ক্ষমতায় থেকেও ২ ঘন্টা ভোটকেন্দ্রে অবরুদ্ধ মমতা

| আপডেট :  ১ এপ্রিল ২০২১, ০২:২০ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ এপ্রিল ২০২১, ০২:২০ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গে আজ অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। আর মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও ভোট চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিজেপি সমর্থকদের তাণ্ডবে টানা ২ ঘন্টা ভোটকেন্দ্রে অবরুদ্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত বৃহস্পতিবার স্থানীয় সময় সোয়া ১টার দিকে ভোটে কারচুপির অভিযোগ পেয়ে নন্দীগ্রামের বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের বুথে সরেজমিনে তদারকিতে যান মমতা। সেখানে বিজেপি সমর্থকরা তাকে দেখেই ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়াসহ পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এর পরিপ্রেক্ষিতে থেমে থাকেনি তৃণমূল কর্মীরাও। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছালে বুথেই আটকে পড়েন মমতা।

পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে র‌্যাফ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরে তারা বহু কষ্টে মমতাকে বের করে আনতে সক্ষম হন। তবে মমতা প্রশ্ন তুলেছেন কেনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেরিতে এসে পৌঁছালো।

পরে ওই বুথ থেকে বের হয়ে জনসাধারণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মমতা বলেন, তিনি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নন, বরং তিনি চিন্তিত গণতন্ত্র নিয়ে। কারণ নির্বাচনে ভোটে কারচুপি হয়েছে।

এদিকে, মমতাকে বের করে আনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাফ নজরদারি করছে।