বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন ইমরান খান

| আপডেট :  ১৭ জুলাই ২০২২, ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২২, ১১:৫৬ অপরাহ্ণ

পাকিস্তানের পাঞ্জাব উপনির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত বেশ এগিয়ে রয়েছে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। তার দলের বিজয় একপ্রকার নিশ্চিত। তাই বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার রাত সোয়া ১১টার দিকে জিও নিউজের উর্দু ভার্সন একটি সূত্রের বরাত দিয়ে জানায়, পিটিআই চেয়ারম্যান বিজয় ভাষণ দেয়ার জন্য দলের সর্বোচ্চ নেতাদের সাথে পরামর্শ করছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান ভাষণে পাঞ্জাবী জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবেন। একইসাথে তাতে তিনি আগামীর পরিকল্পনাও শোনাবেন জনগণকে।

সূত্রটি জানায়, ইমরান খান সরকারের কাছে ফের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাবেন। ভাষণের আগে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন তিনি। বৈঠকে পাঞ্জাবের ভবিষ্যৎ রাজনীতিসহ প্রাদেশিক সরকারের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।