লিবিয়ার মরুভূমিতে তৃষ্ণায় মারা যাওয়া ২০ জনের মরদেহ উদ্ধার

| আপডেট :  ৩০ জুন ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ জুন ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ

বাংলা একাত্তর ডেস্কঃ লিবিয়ার মরুভূমিতে হারিয়ে যাওয়া ২০ জনের সন্ধান পাওয়ার পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের লাশগুলো উদ্ধার করা হয়। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। উদ্ধারকারীদের ধারণা, মরুভূমিতে তৃষ্ণার কারণে তাঁরা মারা গেছেন।

সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারী একজন ট্রাক ড্রাইভার মঙ্গলবার লাশগুলো দেখতে পান এবং পরে সেগুলো উদ্ধার করা হয়। লাশগুলো উদ্ধারের এই ঘটনাস্থলটি কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে এবং চাদের সীমান্ত থেকে ১২০ কিলোমিটার (৭৪ মাইল) দূরে অবস্থিত।

এ বিষয়ে কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান টেলিফোনে বলেন, ‘চালক হারিয়ে গিয়েছিলেন … এবং আমরা মনে করি, গত ১৩ জুন মোবাইল ফোনে শেষ কলের পর অর্থাৎ প্রায় ১৪ দিন আগে দলটি মরুভূমিতে মারা গেছে। লাশগুলোর মধ্যে দু’জন লিবিয়ান এবং অন্যরা চাদ থেকে লিবিয়ায় আসা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়ার কম জনবহুল এ অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) ওপরে দেখা যায়। অ্যাম্বুলেন্স সার্ভিস ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে একটি পিকআপ ট্রাকের কাছে মরুভূমির বালিতে পচনশীল লাশগুলো দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, উন্নত জীবনের আশায় মরুভূমি এবং ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমিসহ বিপজ্জনক এ রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়।