৪৪ বছরে ৪৩ সন্তানের জননী মারিয়াম, একসঙ্গে চার সন্তান জন্ম দেন ৫বার

| আপডেট :  ২৬ জুন ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ জুন ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ

৪৪ বছর বয়সে ৪৩ সন্তানের জননী মারিয়াম নাবাতানজি। মারিয়মের যখন ৩ বছর বয়স, তখন তার মা তাকে ফেলে রেখে চলে যান। তারপর থেকে দাদীর কাছেই মানুষ। ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায় মারিয়মের। বছর ঘুরতে না ঘুরতেই যমজ সন্তানের জন্ম দেন মারিয়ম।

প্রথমবার যমজ সন্তান হওয়ায় মারিয়ম-সহ গোটা পরিবার অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু তার পর টানা চারবার যমজ সন্তানের জন্ম দেন পূর্ব আফ্রিকার উগান্ডার বাসিন্দা মারিয়ম। ভারতের আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, মারিয়ামের অভাবের সংসার।

সদস্য সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় অনটন যেন আরও গ্রাস করে বসে। সমস্যা থেকে মুক্তি পেতে মারিয়ম ছুটে যান চিকিৎসকের কাছে। সেখানে গিয়ে চিকিৎসক জানতে পারেন, তার ডিম্বাশয়ের আকার স্বাভাবিকের তুলনায় বড়। এমনকি, তার প্রজনন ক্ষমতাও স্বাভাবিকের তুলনায় বেশি উন্নত মানের।

গোটা বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করেন মারিয়াম। তখন মারিয়মের কথায় গুরুত্ব দেননি তার স্বামী। এরপর চারবার একসঙ্গে তিন সন্তান ও পাঁচ বার একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মারিয়াম। সব মিলিয়ে ৪৪ বছরের মারিয়াম ৪৩ জন সন্তানের মা। তবে তার মধ্যে ৫ জন সন্তান মারা গিয়েছে। ৩৮ জন সন্তান নিয়েই স্বামী পরিত্যক্তা মারিয়ামের সংসার।

সংসারে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। রোজ পেটপুরে খাবারও জোটে না। তবে মারিয়াম জানিয়েছেন, অভাব থাকলেও আনন্দের কোনও অভাব নেই। ৩৮ জন সন্তানকে নিয়ে তার আনন্দেই দিন কাটে।