১০ টাকার কয়েন জমিয়ে ৬ লাখে কিনলেন গাড়ি

| আপডেট :  ২০ জুন ২০২২, ০২:৫৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ জুন ২০২২, ০২:৫৯ অপরাহ্ণ

আজকের দিনে কয়েন অনেকেই নিতেই চান না। অনেকে আবার এটি দেখেই নাক সিঁটকান। আসলে বাহনে সমস্যা বলেই মানুষ কয়েন নিতে চান না। যেহেতু কেউ এই কয়েন নিতে চাচ্ছে না, তাই ভারতের তামিলনাড়ুর এক যুবক কয়েন ব্যবহারের এক অভিনব পদ্ধতি বের করেন। তিনি ঠিক করেন, এই কয়েন দিয়েই কিনে ফেলবেন আস্ত একটি চার চাকার গাড়ি। এমনই চমকে দেওয়ার কাণ্ড ঘটিয়েছেন ভেত্রিবেল নামের ওই যুবক।

জানা গেছে, তার মা একটি দোকান চালান। সেখানে কোনো বিক্রেতাকে ১০ টাকার কয়েন দিতে চাইলে কেউ তা নেন না। ফলে দিনের পর দিন ধরে এই কয়েন জমতে থাকে তার বাড়িতে। একটা সময় রীতিমতো কয়েনের স্তূপ তৈরি হয়ে যায়। কীভাবে এর সদ্ব্যবহার করবেন, বুঝে উঠতে পারছিলেন না ওই যুবক।

ভেত্রিবেলের কথায়, বাচ্চারা এমনভাবে ১০ টাকার কয়েন নিয়ে খেলা করে, দেখে মনে হয় এর কোনো মূল্যই নেই। তাই ঠিক করে ফেলেন, এই কয়েনগুলো দিয়েই বাড়িতে আনবেন নতুন গাড়ি। যেমন ভাবনা তেমন কাজ। ধর্মপুরীর এক গাড়ির শোরুমে যখন বস্তায় করে কয়েন নিয়ে প্রবেশ করেন ওই যুবক, তখন সকলেই চমকে যান! সচরাচর এমন ক্রেতা তো দেখা যায় না।

ভেত্রিবেল জানান, প্রায় এক মাস ধরে ১০ টাকার কয়েন দিয়ে মোট ৬ লাখ টাকা একত্রিত করেন তিনি। তারপর শোরুমে গিয়ে সেখানকার কর্মীদের শেষমেষ রাজি করিয়ে ফেলেন।ওই যুবক জানান, ‘আমার মা কোনো ক্রেতাকে ১০ টাকার কয়েন দিলেও তারা তা নিতে অস্বীকার করেন। এমনকি ব্যাংকও মুখ ফিরিয়ে নিয়েছে।’

ব্যাংক কর্মীদের দাবি, এত কয়েন গোনার লোক নেই। ভারতীয় রিজার্ভ ব্যাংক তো ১০ টাকার কয়েনকে মূল্যহীন বলেনি। তা সত্ত্বেও ব্যাংক তা নিতে রাজি হয়নি।এ নিয়ে একাধিকবার অভিযোগ করেও লাভ হয়নি। তাই শেষমেশ গাড়ি কেনারই সিদ্ধান্ত নেন বলে জানান ভেত্রিবেল। সূত্র: ইন্ডয়া টুডে