মহানবী (সা.)-কে নিয়ে ক’টূক্তি করায় অ’গ্নিগর্ভ ভারতের কানপুর, ব্যাপক সং’ঘ’র্ষ

| আপডেট :  ৪ জুন ২০২২, ০১:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ জুন ২০২২, ০১:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ টিভি রিয়েলিটি শো চলাকালে মহানবী হজরত মুহাম্ম’দ (সা.)-কে নিয়ে ক’টূক্তি করায় উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহর। সেখানে ব্যাপক সং’ঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আ’হত হয়েছে। পুলিশ জানিয়েছে, জুম’আর নামাজের পর শহরের নয়া সাদাক এবং ইয়াতিমখানা এলাকায় দোকান বন্ধ করে দেয়ার চেষ্টা করার পর বো’মা নি’ক্ষেপ এবং পাথর ছোড়ার ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি টেলিভিশন বিতর্কের সময় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ওই ক’টূক্তিমূলক মন্তব্য করেছিলেন। এ ঘটনার সং’ঘর্ষ ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তারা নিবিড় অ’ভিযানে ১৮ জনকে গ্রে’প্তার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে মোট ১২টি প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) কোম্পানিকে ওই এলাকায় পাঠানো হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লখনৌ থেকে একজন এসপি পর্যায়ের অফিসার অজয় পাল শর্মাকেও পাঠানো হয়েছে।

এডিজি (আইন ও শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, ঘটনার ভিডিও ক্লিপের সাহায্যে সহিং’সতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। যারা এই ষ’ড়যন্ত্র করেছিল তাদেরও ছাড় দেয়া হবে না। ১৮ জনকে গ্রে’প্তার করা হয়েছে। অ’ভিযুক্ত এবং ষ’ড়যন্ত্রকারীদের বি’রুদ্ধে গ্যাংস্টার আইনের অধীনে মা’মলা করা হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত বা ভে’ঙে ফেলা হবে। এর আগে ওই কটূক্তির প্র’তিবাদে শুক্রবার দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন স্থানীয় নেতারা।

কানপুর জে’লা ম্যা’জিস্ট্রেট নেহা শর্মা সাংবাদিকদের বলেছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যরা প্র’তিবাদে রাস্তায় নেমেছিল এবং সহিং’সতায় লিপ্ত হয়েছিল। বেশ কয়েকজন গু’রুতর আ’হত হয়েছেন এবং তাদের চিকিৎসা সহায়তার জন্য পাঠানো হয়েছে।