ভারতে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, ৩ রুপিতে বিক্রি হচ্ছে এক কেজি

| আপডেট :  ২৮ মে ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ মে ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক: পেঁয়াজের ঝাঁজ কাঁদাচ্ছে ভারতের কৃষকদের। ভারতের মহারাষ্ট্রের নাসিক এবং ধুলে সহ পেঁয়াজ চাষ করা এলাকাগুলোতে ক্রমাগত দাম কমেছে। ফলে পেঁয়াজের দাম কমতে কমতে ৩ রুপিতে গিয়ে ঠেকেছে। লাভ তো দূরের কথা এখন খরচ ওঠানো কঠিন হয়ে গিয়েছে ভারতের পেঁয়াজ চাষীদের কাছে।

শুক্রবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের বুলধানা, অমরাবতী, আকোলার মতো জেলাগুলোয় ক্ষেত থেকে প্রতি কেজি পেঁয়াজ তিন থেকে পাঁচ রুপিতে বিক্রি হচ্ছে। তবে নিম্নমানের হলে তার দাম মিলছে কেজিপ্রতি ৫০ পয়সা থেকে দুই রুপি।

ভারতের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সেরা মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ রুপিতে। আর নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে পানির দামে। দেশটিতে এই মুহূর্তে পেঁয়াজ রপ্তানিতে কোন প্রকার বাধা-নিষেধ নেই। তবে ভারতের প্রধান ক্রেতা বাংলাদেশ আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে গিয়ে ঠেকেছে। ব্যবসায়ীরা বলছেন রপ্তানির সুযোগ পেলে ভারতে পেঁয়াজের দাম আবারও বাড়তে পারে।