লকডাউনে জন্মনিরোধক সামগ্রী বিক্রির হিড়িক

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২০, ০২:২৭ অপরাহ্ণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে অধিকাংশ মানুষ ই ২০২০ সাল কাটিয়েছেন ঘরবন্দী অবস্থায়। আর এই সময়ে ভারতে বেড়েছে জন্মনিরোধক সামগ্রীর চাহিদা। সম্প্রতি ২০২০ সালে অর্ডার এবং বিক্রির তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে ডেলিভারি অ্যাপস ডঞ্জো।

ডঞ্জো জানিয়েছে, লকডাউনে ভারতের হায়দারাবাদে ৬ গুণ, চেন্নাইতে ৫ গুণ এবং জয়পুরে ৪ গুণ কনডমের অর্ডার বেড়েছে। আর সময়ের হিসেবে ভারতীয়রা অ্যাপের মাধ্যমে রাতের চেয়ে দিনের বেলায় গড়ে তিনগুণ বেশি কনডমের অর্ডার দিয়েছেন ভারতীয়রা।

এছাড়া, জয়পুরে বেড়েছে গর্ভবতী পরীক্ষার কিট অর্ডারের পরিমাণ। আর সিগারেটসহ এ জাতীয় সামগ্রী তৈরিতে ব্যবহার হওয়া রোলিং পেপার অর্ডারের ক্ষেত্রে সকলকে ছাড়িয়ে গেছে বেঙ্গালুরুর বাসিন্দারা। প্রতিবেশী চেন্নাইয়ের থেকে চেয়ে ২২ গুণ বেশি রোলিং পেপারের অর্ডার করেছে তারা