করোনার টিকায় শুয়োরের জিলেটিন ব্যবহার, ছাড় দিল আমিরাতের ফতোয়া কাউন্সিল

| আপডেট :  ২৫ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ

ইসলাম ধর্মে শুয়োরজাত পণ্য ব্যবহারকে নিষিদ্ধ করয় হয়েছে। আর করোনারভাইরাসের টিকায় ব্যবহার করা হয়েছে শুয়োরের নিঃসৃত জিলেটিন। কিন্তু এরপরেও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ ফতোয়া কাউন্সিল তা প্রয়োগের অনুমতি দিয়েছে।

আরব আমিরাতের সর্বোচ্চ এই ইসলামিক কর্তৃপক্ষ মঙ্গলবার এ ফতোয়া দিয়ে বলেছে, করোনা টিকা তৈরি করতে শুয়োরের দেহাংশ ব্যবহার করা হলেও ইসলামিক শরিয়াহ অনুযায়ী মানব শরীরের সুরক্ষার উদ্দেশ্যে এ টিকা ব্যবহার করা যাবে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রে এ টিকস প্রয়োগ করা যাবে।

এ বিষয়ে ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ জানিয়েছেন, শুয়োরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে শুয়োরের জিলেটিন থেকে তৈরি টিকা গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

প্রসঙ্গত, এর আগে অধিকাংশ টিকায় শুয়োরের দেহাংশ থেকে তৈরি জিলেটিন ব্যবহারের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতে করোনার টিকা প্রয়োগ বাধার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিলো।