‘ডিয়ার সুমি, মেনি মেনি শুভেচ্ছা’, উত্তরপত্র দেখে চমকে গেলেন পরীক্ষক

| আপডেট :  ১১ এপ্রিল ২০২২, ০১:৩৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২২, ০১:৩৫ অপরাহ্ণ

শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় অনেকেই অনেক কিছু লিখে থাকে। এমনকি এমনটাও দেখা যায় যে কেউ কেউ খাতায় পাস করিয়ে দেওয়ার আর্জিও জানায়। কিন্তু এবার মাধ্যমিকের ইংরেজি খাতায় পরীক্ষার্থীদের বাক্যগঠন ও শব্দের বিন্যাস দেখে রীতিমত অবাক পরীক্ষকরা।

কারণ খাতায় কেউ লিখেছে, ‘ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে?’ আবার কেউ লিখেছেন, ‘আই হোপ ইউ? হোপ ইউ আর ফাইন? আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট…।’

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এ বিষয়ে এক শিক্ষিকা বলছেন, হোয়াটসঅ্যাপে যেভাবে ইংরেজি-বাংলা মিশিয়ে জগাখিচুড়ি ভাষায় অনেকে লেখে, পরীক্ষার্থীদের একাংশ সেই ভাষাতেই উত্তর লিখেছে। ইংরেজিতে লেখলেও বাক্যের গঠন, শব্দ বিন্যাস অবাক করার মতো।

হোয়াটসঅ্যাপে নোট পাওয়ায় শিক্ষার্থীদের ইংরেজিতে লেখার সাহস ও দক্ষতা কমেছে বলে মনে করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ইন্দ্রনীল আচার্য।

এ বিষয়ে শিক্ষক মহলের পর্যবেক্ষণ, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী পড়াশোনারj সঙ্গে ছিলেন না এবং এ কারণেই উত্তরপত্রে হিজিবিজি লেখা।