ইমরানকে ক্ষমতাচ্যুতের প্রতিবাদে ৪০ শহরে বিক্ষোভ

| আপডেট :  ১১ এপ্রিল ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রায় চল্লিশটি শহরের বিক্ষোভ করতে দেখা গেছে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের। অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার (১০ এপ্রিল) রাতে তারা এই বিক্ষোভ করেন।

করাচি, ইসলামাবাদ, লাহোর গুজরাটসহ অন্তত ৪০টি স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের।

দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন, দেশের ‘রাজনীতি ও সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ বিরুদ্ধে বড় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।

এর আগে দিনের বেলা এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। সূত্র: ডন