রাশিয়ার মতলব ধরতে পেরেছেন জেলেনস্কি

| আপডেট :  ৫ এপ্রিল ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ এপ্রিল ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চল দখল করতে চায়। ভিডিওবার্তায় তিনি বলেন, রাশিয়ার সেনাদের লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর এবং দক্ষিণ অঞ্চলের পুরোটা দখল করতে চায় তারা। অপরদিকে আমাদের লক্ষ্য নিজ মাতৃভূমিকে রক্ষা করা, আমাদের দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া এবং আমাদের স্বাধীনতা রক্ষা করা।

শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। এছাড়াও তিনি রুশ সেনাদের বিপরীতে ইউক্রেনের সেনাদের সাহসী বিপ্লবের ভূয়সী প্রশংসা করেন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মরিপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রশংসা পঞ্চমুখ ছিলেন ভলোদিমির জেলেনস্কি। রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ এই শহরটি বেশ কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান হামলায় কার্যত অবরুদ্ধ ছিল। তিনি আরো বলেন, মরিপোল এবং ইউক্রেনের অন্যান্য শহরে যোদ্ধারা শক্তভাবে প্রতিহত করতে পেরেছে বলে কিয়েভ ‘অমূল্য সময়’ পেয়েছে।