নানীর গর্ভ থেকে জন্মাবে মেয়ের সন্তান! অপেক্ষায় পরিবার

| আপডেট :  ২ এপ্রিল ২০২২, ০৮:১৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২ এপ্রিল ২০২২, ০৮:১৭ অপরাহ্ণ

নিজের মেয়ের সন্তান গর্ভে ধারণ করলেন এক মা। কথাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য। এমন ঘটনা ঘটেছে আমেরিকায়। মেয়ে জটিল রোগে আক্রান্ত হওয়ায় আর কোনদিন সন্তান ধারণ করতে পারবেন না। মেয়ের মুখে হাসি ফোটাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই তরুণী মা।

৫০ বছর বয়সী চ্যালিস স্মিথ নামের ওই নারী আট সন্তানের জননী। মেয়ে কেটলিনের প্রথম সন্তান জন্মের পর তার এই জটিল রোগ ধরা পড়ে যার ফলে আর কখনোই মা হতে পারবেন না কেটলিন।

কেটলিনের স্বপ্ন ছিল অনেক গুলো সন্তানের মা হওয়ার। কিন্তু তার এই জটিল রোগের কারণে কেটলিনের স্বপ্ন চিরদিনের মতো স্তমিত হয়ে যায়। মেয়ের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন কেটোলিনের মা। মনের সঙ্গে লড়াই করে অবশেষে মেয়ের কাছে প্রস্তাব রাখেন মা। মায়ের এমন প্রস্তাবে বিস্মিত হয় কেটলিন। পরে অবশ্য প্রস্তাবে রাজি হয়ে যান।

নানা রকম শারীরিক পরীক্ষা চালিয়ে চিকিৎসকরা সবুজ সঙ্কেত দিলে গত বছরে সেপ্টেম্বরে চালিস স্মিথের দেহে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। প্লিজ বলেন, “আমার গর্ভে থাকা নাতনিকে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছি।”