সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন তসলিমা নাসরিন

| আপডেট :  ১৩ মার্চ ২০২২, ০৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৩ মার্চ ২০২২, ০৪:৪৫ অপরাহ্ণ

এর আগেও পশ্চিমবঙ্গের কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তসলিমা নাসরিন। ছিল ‘রগরগে’ ব্যক্তিগত প্রসঙ্গ। এবার তাকে ‘ধুরন্ধর, প্র’তিশোধপরায়ণ এবং কামুক’ বললেন নির্বাসিত লেখিকা।

সম্প্রতি কবীর সুমনের একটি কবিতাকে কেন্দ্র করে ভীষণ খেপেছেন তসলিমা। পরপর স্ট্যাটাস দিয়ে নিজের মত জানিয়েছে। সঙ্গে তুলে এনেছেন রোমান পোলন্সকিসহ একাধিক বিখ্যাত মানুষের নাম। সেখানে ব্যক্তি ও পেশাজীবনের পার্থক্য করার কথা বলেন তিনি।

রবিবার দুপুরে ‘ফরাসি প্রেমিক’-খ্যাত লেখক বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায় মানুষ হিসেবে ধুরন্ধর, প্র’তিশোধপরায়ণ, এবং কামুক প্রকৃতির ছিলেন। তার চরিত্রের সমালোচনা করি, কিন্তু তাঁর ভালো লেখাগুলোকে আমি ভালো বলি, তা না হলে অসততা হয়।’

‘তোমার চাই’ গায়ক প্রসঙ্গে বলেন, ‘কবীর সুমন যখন মৌলবা’দীদের পক্ষে দাঁড়ান, শাসকের দোষের দিকে না তাকিয়ে তাঁর গুণগান করেন, বড় আ’হত হই। আমরা ভেবেই নিয়েছি বড় শিল্পী, বড় সাহিত্যিক, বড় দার্শনিক মানেই সৎ মানুষ, উদার মানুষ। তা কিন্তু সব সময় নয়। যদিও মানুষ কবীর সুমন তাঁর গানগুলোর মতো সৎ এবং সুন্দর নন, কিন্তু সুমনের গানগুলো এখনো আমার প্রিয়।’

তসলিমা লেখাটি শুরু করেছিলেন এভাবে, ‘রোমান পোলান্সকি আমার প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম। উডি অ্যালেনও। রোমান পোলান্সকি ১৪ বছর বয়সী একটি মেয়েকে ধ”ণ করেছিলেন, সে কারণে তাঁর বি’রুদ্ধে আমেরিকায় মা’মলা হয়েছে, তিনি পা’লিয়েছেন আমেরিকা থেকে। ও দেশে তাঁর আর যাওয়া চলবে না।

উডি অ্যালেন তাঁর গার্ল ফ্রেন্ড অভিনেত্রী মিয়া ফারো’র অল্প বয়সী পালিতা কন্যাকে ঘর থেকে বের করে নিয়ে বিয়ে করেছেন। সে কারণে এত বড় পরিচালককে আমেরিকার লোকেরা আর পছন্দ করে না। আমি অ’ভিযোগ করি এঁদের বি’রুদ্ধে, কিন্তু এঁদের কাজকে আমি অস্বীকার করতে পারি না। এখনো এঁরা আমার প্রিয় পরিচালক।’