পোল্যান্ডের সীমান্তের কাছে মুহুর্মুহু রুশ হা’মলা, নি’হত ৯

| আপডেট :  ১৩ মার্চ ২০২২, ০৪:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৩ মার্চ ২০২২, ০৪:২৭ অপরাহ্ণ

পোল্যান্ডের সী’মান্তের কাছে ইউক্রেনের এক বিশাল সা’মরিক ঘাঁটিতে রবিবার (১৩ মার্চ) বিমান হা’মলা চা’লিয়েছে রাশিয়া। এতে অন্তত নয় জন নি’হত হয়েছে। আ’হত হয়েছে আরও ৫৭ জন। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, বিদেশি সা’মরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। তবে হা’মলার সময় সেখানে তারা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

আঞ্চলিক গভর্নর মাকসিম কজিতস্কি বলেন, রুশ বিমান ইয়াভোরিভের সা’মরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রকেট ছু’ড়েছে। এটি পোল্যান্ডের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। তবে রয়টার্স ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি।