‘এখন যত মৃত্যু হবে তার জন্য দায়ী ন্যাটো’

| আপডেট :  ৬ মার্চ ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৬ মার্চ ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা বন্ধে ‘নো ফ্লাই জোন’ (উড্ডয়ন নিষিদ্ধ এলাকা) প্রতিষ্ঠা না করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। এতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের তীব্র নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

ন্যাটো নেতাদের ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘আগামী দিনে ইউক্রেনে যেসব লোকের মৃত্যু হবে, তারা মারা যাবে আপনাদের কারণেই। ’ শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন জেলেনস্কি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি ন্যাটো সামরিক জোটকে লক্ষ্য করে বলেন, ‘আজ (শুক্রবার) থেকে শুরু করে যারা মারা যাচ্ছে তারাও আপনাদের কারণে মারা যাবে। আপনাদের দুর্বলতার কারণে, সংযোগ বিচ্ছিন্নতার কারণে। ’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, ‘ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি দুর্বল শীর্ষ সম্মেলন। একটি বিভ্রান্ত শীর্ষ সম্মেলন। এমন এক শীর্ষ সম্মেলন, যা দেখাল সবাই ইউরোপের স্বাধীনতার লড়াইকে এক নম্বর লক্ষ্য বলে মনে করে না। ’ এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার দশম দিন অতিবাহিত হওয়ার মধ্যে আরেকটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি।

ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি পালিয়ে যাননি। জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন বলে রুশ গণমাধ্যম যে দাবি করেছে, তা উড়িয়ে দিতেই তাঁর ওই ভিডিও বার্তা। গতকাল শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘আমি কিয়েভেই আছি। আমি এখানে কাজ করছি। কেউ কোথাও পালিয়ে যায়নি। ’

রুশ রাজনীতিবিদ ভিচেস্লাভ ভোলোদিন দাবি করেন, জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন। কারণ হিসেবে তাঁর যুক্তি—ইউক্রেনের সংসদ সদস্যদের কাছে পৌঁছাতে পারেননি জেলেনস্কি। রুশ গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। পরে রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জেলেনস্কি ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়ে গেছেন। আবার কেউ দাবি করেছেন, তিনি মার্কিন প্রস্তাব গ্রহণ করে অন্যত্র চলে গেছেন।

নতুন ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘দুই দিন পর পর তথ্য আসছে আমি কোথাও পালিয়ে গেছি। আমি নাকি ইউক্রেনের কোথাও নেই। কিন্তু আমি এখনো আমার জায়গায়ই আছি। আমরা এখানেই কাজ করছি। ’ সূত্র : বিবিসি, হিন্দুস্থান টাইমস