রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মুসলিম যমজ দুই ভাইয়ের ব্যতিক্রমী আহ্বান

| আপডেট :  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২০ অপরাহ্ণ

ব্যতিক্রমী পদ্ধতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে উজবেকিস্তানের যমজ দুই শিশু। তাদের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার ওমর ও ওসমান নামের ওই দুই মুসলিম শিশুর একটি ভিডিও তাদেরই ইন্সটাগ্রাম একাউন্টে প্রকাশ করেন তাদের মা। সেখানেই তাদেরকে ব্যতিক্রমী পদ্ধতিতে পার্শবর্তী দুটি দেশকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাতে দেখা যায়।

১৬ সেকেন্ডের ভিডিওর শুরুতেই দেখা যায় দুই ভাইয়ের গালে দুই বিরোধী দেশের পতাকা আঁকা। একজন অন্যেজনের দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। অতপর মুচকি হাসি দিয়ে একে অন্যকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে। মানে তারা বোঝালো তাদের মধ্যে শান্তি ফিরে এসেছে। ‘যুদ্ধ নয়’- স্ক্রিনে এই বার্তাটি ভেসে ওঠার মাধ্যমে ভিডিওটি শেষ হয়।

ইন্সটাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যপকভাবে ছড়িয়েছে এই ভিডিও। তার মায়ের একটি কমেন্টেই প্রায় তিন মিলিয়ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ‘সবাইকে আল্লাহ হেফাজত করুন’ এই ব্যাক্য লিখে কমেন্টের জবাবা দিয়েছেন।সূত্র : আলজাজিরা