‘আলোচনার প্রস্তাব নাকচ ইউক্রেনের’, সবদিক থেকে আক্রমণের নির্দেশ রাশিয়ার

| আপডেট :  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ

সাময়িক বিরতির পর সব দিক থেকে ইউক্রেনে আ’ক্রমণ চা’লানোর ঘোষণা করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, বেলারুসে আলোচনার টেবিলে বসার জন্য যে প্রস্তাব দেয়া হয়েছিল, তা কিয়েভ নাকচ করে দিয়েছে। সেজন্য চতুর্দিক থেকে ‘যু’দ্ধ’ চা’লিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়ার স’রকারি সংবাদমাধ্যমে স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিয়েভের সাথে আলোচনায় টেবিলে বসা যাবে, এমন আশা নিয়ে শনিবার সাময়িকভাবে ইউক্রেনে ‘সা’মরিক অ’ভিযান’ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। কিন্তু কিয়েভ সেই প্রস্তাব নাকচ করে দেয়ায় আবারো ‘সা’মরিক অ’ভিযান’ চা’লানোর নির্দেশ দেয়া হয়েছে। একটি বিবৃতিতে রাশিয়ার সে’নার মুখপাত্র ইগর কোনাশেনকোভ বলেন, ‘ইউক্রেন আলোচনার প্রস্তাব খারিজ দেয়ায় অ’ভিযানের পরিকল্পনা অনুযায়ী, বাহিনীর সব বিভাগকে সব দিক থেকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

শনিবার কিয়েভে গু’লির শব্দ শোনা গেছে। শহরের বাইরেও লড়াই হয়েছে। যা থেকে সংশ্লিষ্ট মহলের ধারণা যে বড় বাহিনীর রাস্তা সুগম করতে লড়াই চালাচ্ছে রাশিয়ার ছোট বাহিনী। দুপুর-বিকেলের দিকেই ব্রিটেন এবং আমেরিকা জানিয়েছিল, কিয়েভের কেন্দ্রস্থল থেকে রাশিয়ার সে’না ৩০ কিলোমিটার দূরে আছে। এরই মধ্যে ভিডিওবার্তায় ইউক্রেনের প্রে’সিডেন্ট ভলোদিমির জে’লেনস্কি অ’ভিযোগ করেন, পরিকাঠামো, সাধারণ নাগরিক এবং আবাসনকে নিশানা করছে রাশিয়া। তিনি বলেন, ‘কিয়েভের জন্য লড়াই মা’রাত্মক লড়াই করছি। আমরাই জিতব।’

রাশিয়ায় টুইটারকে ব্লক করা হয়েছে বলে খবর
রুশ ব্যবহারকারীদের জন্য টুইটারে ঢোকা ব্লক করে দেয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে ইন্টারনেট কোম্পানি নেটব্লকস ।শনিবার সকাল থেকে রাশিয়ায় টুইটারে ঢোকার ক্ষেত্রে স’মস্যা দেখা দিতে শুরু করে।

ইউক্রেনে রুশ অ’ভিযানের নানা নাটকীয় ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছিল এবং এগুলো ব্যাপকভাবে শেয়ার হচ্ছিল।গত কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং রুশ কর্তৃপক্ষের মধ্যে সং’ঘাত দেখা চলছিল।রাশিয়া বলছে, ফেসবুক রাশিয়ার স’রকারি ও ক্রেমলিন সমর্থক চ্যানেলগুলোর ও’পর যে বিধিনিষেধ আরোপ করেছিল তা তুলে নেবার জন্য তারা দাবি জানালেও মেটা কর্তৃপক্ষ তা উপেক্ষা করছিল।

রাশিয়া ফেসবুকের বি’রুদ্ধে অ’ভিযোগ আনে যে তারা ‘রুশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতাকে ল’ঙ্ঘন করছে,’ এবং তাদেরকে ব্লক করারও হু’মকি দেয়।এখন পর্যন্ত অবশ্য রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে।সূত্র : হিন্দুস্তান টাইমস ও বিবিসি