আমেরিকার ওপর ভরসা করেই চরম ভুল করেছে ইউক্রেন: হিজবুল্লাহ

| আপডেট :  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ অপরাহ্ণ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন বলেছেন, কোনো কোনো দেশ আমেরিকার ও’পর ভরসা করে, এটা ভু’ল। ইউক্রেন ইস্যুতেও তা প্রমাণিত হয়েছে।ইউক্রেনে চলমান যু’দ্ধের বি’ষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, আমেরিকাসহ পাশ্চাত্য ইউক্রেনকে উসকানি দিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যখনি তারা বুঝতে পেরেছে তাদের স্বার্থ ঝুঁ’কির মুখে পড়বে তখনি তারা প্রতিশ্রুতি ল’ঙ্ঘন করেছে।

সাফিউদ্দিন বলেন, যু’দ্ধের বি’ষয়টি অনিবার্য দেখতে পেয়ে মা’র্কিন প্রে’সিডেন্ট জো বাইডেন যু’দ্ধে অংশ নেয়ার কথা থেকে সরে এসেছেন। এটা আমেরিকার পক্ষ থেকে নতুন কিছু নয়। লেবাননেও কিছু লোকের মাধ্যমে সহিং’সতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে তাদের পেছন থেকে সটকে পড়েছে মা’র্কিন স’রকার।

হিজবুল্লাহর এই প্রভাবশালী নেতা আরও বলেন, সব ধরণের বিপর্যয় থেকে লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যকে বাঁচাতে চাইলে মা’র্কিন আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লোহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে বিশেষ অ’ভিযান শুরু করেছে রাশিয়া। সূত্রঃ পার্সটুডে