কিয়েভে আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া

| আপডেট :  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষে’পণাস্ত্র হা’মলা চা’লিয়েছে রাশিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভের আবাসিক ভবনের ধ্বং’সযজ্ঞের ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে কিয়েভের বাসিন্দাদের মনে আ’তঙ্ক ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।

ঘটনাটি ঘটেছে রাজধানী কিয়েভের ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে।ভবনটিতে ক্ষে’পণাস্ত্র হা’মলা চা’লানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে যে, কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষে’পণাস্ত্র হা’মলা চা’লানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনে হা’মলা চা’লানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দ’খলের দাবি করেছে।দেশটির প্রতিরক্ষা ম’ন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে দ’খল হওয়া শহটির নাম মেলিটপল। শহরটিতে বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে।

শহরটির অবস্থান ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় গুরুত্বপূর্ণ মেরিউপোল বন্দরের কাছে।এদিকে, রাশিয়া-ইউক্রেন যু’দ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার রুশ সে’না নি’হত এবং ২০০ জনকে ব’ন্দি করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।শনিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির তথ্য মতে, ইউক্রেন সে’নাবা’হিনীর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আ’ক্রমণে জ’ড়িত রাশিয়ার ৩ হাজার ৫০০ সে’না নি’হত হয়েছে এবং ২০০ সে’না সদস্যকে ব’ন্দি করা হয়েছে। এছাড়া রাশিয়ার ১৪টি যু’দ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বং’স করা হয়েছে।এদিকে রাশিয়া এখন পর্যন্ত হ’তাহতের কোনো তথ্য জানায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সা’মরিক অ’ভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রে’সিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হা’মলা শুরু করে রুশ সে’নারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হা’মলা চা’লিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সে’না এবং রাশিয়ারি ১২ সে’না নি’হত হয়।

তৃতীয় দিনের শুরু থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গো’লাব’র্ষণ চলছে। কিয়েভের একটি সা’মরিক ঘাঁটিতে হা’মলা চা’লিয়েছে রুশ বাহিনী। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সা’মরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হা’মলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি, ডেইলি মেইল