মায়ের সেবা না করায় স্ত্রীদের তালাক দিলেন ৩ ভাই

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫০ অপরাহ্ণ

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক মিনিটের ব্যবধানে স্ত্রীদের তালাক দিয়েছে ৩ সহোদর। ওই তিন স্ত্রী তাদের অসুস্থ শাশুড়ির যত্ন নিতো না বলে অভিযোগ। এ কারণেই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের স্বামীরা। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের কাজ থেকে ঘরে ফিরে আসেন ওই ৩ ভাই। এসেই দেখতে পান যে, বাড়ির উঠোনে তাদের বৃদ্ধা অসুস্থ মাকে গোসল করাচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু তাদের স্ত্রীরা আশেপাশে নেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই। উঠোনে দাঁড়িয়েই এক মিনিটের মধ্যে নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে। এতদিন মায়ের দেখাশোনা করতেন মেয়ে। কিন্তু সম্প্রতি তার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তাই এখন স্বামীকে সময় দিতে হচ্ছে। এমন অবস্থায় মায়ের সেবা করার জন্য আসতে পারছেন না তিনি।

আরও পড়ুনঃ দুই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলেছে অস্ট্রেলিয়া

দীর্ঘ প্রায় দুই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে করোনার দুই ডোজ টিকা নেওয়া লোকেরা দেশটিতে ঢুকতে পারবেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ ছিল অস্ট্রেলিয়ার সীমান্ত। সেই বিধিনিষেধ আজ থেকে আর থাকছে না। এদিকে, আন্তর্জাতিক সীমান্ত খোলার প্রথম দিনই দেশটিতে ফ্লাইটের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

সীমান্ত খুলে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দ্বীপরাজ্য তাসমানিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ খুবই উত্তেজনাপূর্ণ দিন। দিনটির জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। মহামারির শুরুতে যেদিন আমি আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছিলাম, সেদিন থেকেই।’