দুই বিয়ে না করলে কারাদণ্ড!

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২০, ০৭:১০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২০, ০৭:১০ পূর্বাহ্ণ

বিয়েকে পৃথিবীজুড়েই পবিত্র বন্ধন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় প্রতিটা দেশেই বিয়ের আলাদা নিয়ম-কানুন রয়েছে। তবে কিছু কিছু দেশে এমন নিয়ম রয়েছে যা শুনে লোকেরা রীতিমতো হতবাক হয়ে যায়।

আমাদের উপমহাদেশে একাধিক বিয়েকে অনেকটা বাঁকা দৃষ্টিতে দেখা হয়। এমনকি এ সংক্রান্ত আইনও রয়েছে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা অপরাধ। কিন্তু ঠিক এর বিপরীত নিয়ম রয়েছে পৃথিবীর একটি দেশে।

এই বিপরীত নিয়মের দেশটি আফ্রিকার ইরিত্রিয়া। এখানে বাধ্যতামূলকভাবে বিয়ে করতে হয় এবং অস্বীকার করলে বরকে শাস্তি দেওয়া হয়। এমনকি হতে পারে জেলও

তবে দেশটিতে এই অদ্ভুত আইনের পেছনে রয়েচে কারণও। ইথিওপিয়ার সাথে গৃহযুদ্ধের কারণে সেখানে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি। আর একারণেই পুরুষদের জন্য দুটি বিবাহ করার জন্য একটি আইন করা হয়েছি। এছারা দেশটিতে কঠোর আইন রয়েছে নারীদের জন্যও। কোনো নারী তার স্বামীকে একাধিক বিয়েতে বাঁধা দিলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ডও।