নিজেদের সেনাদের ওপরই বোমা হামলা করলো সৌদি

| আপডেট :  ৪ ডিসেম্বর ২০২০, ০১:২৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ ডিসেম্বর ২০২০, ০১:২৮ অপরাহ্ণ

নিজেদের ভাড়াটে সেনাদের ওপর বোমা বর্ষণ করেছে সৌদি আরব। গত শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে ভুল করে ইয়েমেনের মায়ারিব প্রদেশের রাফওয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অনেক সেনা আহত হওয়ার পাশাপাশি ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আব্দরাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত ভাড়াটে সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমা বর্ষণ করে সৌদির জঙ্গি বিমানগুলো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক সেনা হতাহত হয়েছে।

জানা গেছে, যাদের ওপর হামলার ঘটনা ঘটেছে তাদের নেতৃত্বে ছিলেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির। সৌদি জোটের সহায়তায় ইয়েমেনের একটি পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

পার্স টুডে নামক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানসুর হাদির পক্ষে নিজ দেশের কিছু যোদ্ধা যেমন রয়েছে তেমনি সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আনা ভাড়াটে সেনাও আছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সুদানসহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং শিশু-কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে, মৃত্যুর পর কোনো জবাবদিহি করতে হচ্ছে না তাদের।

প্রসঙ্গত, এর আগেও সৌদি বাহিনী ভুলক্রমে নিজের ভাড়াটে সেনাদের ওপর হামলা করেছিলো।