ফ্রান্সের ৭৬ মসজিদ বন্ধ করে দেয়ার হুমকি ম্যাক্রো সরকারের

| আপডেট :  ৪ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পূর্বাহ্ণ

বিচ্ছিন্নতাবাদ নিয়ে সন্দেহ হওয়ায় ফ্রান্সের ৭৬টি মসজিদ বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডানমানিন। ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় ফ্রান্সজুড়ে চলমান অংশ হিসেবে এসকল মসজিদ বন্ধ করা হবে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মসজিদে সন্দেহজনক কোন কার্যক্রম চোখে পড়লেই সেগুলো বন্ধ করে দেয়া হবে। এছাড়া ইতোমধ্যে দেশটি মৌলবাদের সাথে জড়িত সন্দেহে বৈধ কাগজপত্রহীন ৬৬ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

ডারমানিন বলেন, ‘ফ্রান্সের ২ হাজার ৬০০টির বেশি মুসলিম প্রার্থনাকেন্দ্রের মধ্যে ৭৬টি মসজিদকে দেশের প্রজাতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপত্তার জন্য হুমকি মনে করা হচ্ছে। এসকল প্রতিষ্ঠানের ইমামদের বক্তব্য ফরাসি জাতির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং এগুলোর বিষয়ে স্থানীয় গোয়েন্দা সংস্থা থেকে চিঠি দেয়া হয়েছে।

তবে এই ৭৬ মসজিদের তালিকায় কোন কোন মসজিদ রয়েছে তা স্পষ্ট করেনি ডানমানিন। কিন্তু জানা গেছে, এগুলোর মধ্যে ১৬টি মসজিদ রাজধানী প্যারিসে অবস্থিত।