প্রকৌশলীর বাড়ির পাইপ থেকে প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার (ভিডিও)

| আপডেট :  ২৫ নভেম্বর ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ নভেম্বর ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ

ভারতের কর্নাটকে আয় বহির্ভূত সম্পদের মালিক বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়ি ও অফিসে অভিযানে চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ সোনার গহনা, অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দেশটির অপরাধ দমন শাখা। খবর আনন্দবাজার পত্রিকার অনলাইন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আজ অপরাধ দমন শাখার প্রায় ৪০০ কর্মকর্তা ওই রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন। অভিযানে থাকা এক কর্মকর্তা জানান, সাড়ে তিন কোটি টাকার গহনা ছাড়াও প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক প্রকৌশলীর বাড়ি থেকে ১৩ লাখ রুপি উদ্ধার করা হয়েছে।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ (১৪ লাখ ৯৭ হাজার ৯৫৩) টাকা। ওই বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পানির পাইপ থেকে রাশি রাশি টাকা বের করছেন কর্মকর্তারা।

শিক্ষকের লালসার শিকার ‘গোপী বউ’
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিক নাটকে ‘গোপী বউয়ের’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। যার সুবাদে ধারাবাহিকটির দ্বিতীয় সিজনেও রাখা হয় তাকে। এছাড়া বিগ বসের চলমান সিজনেও পারফর্ম করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ছোটবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন দেবলীনা। জানিয়েছেন, ছোটবেলায় অংকের শিক্ষক খারাপভাবে স্পর্শ করেছিল তাকে। সেই সময় পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতেও চেয়েছিলেন তিনি, তবে বাবা-মা বাধা দেয়। খবর- হিন্দুস্তান টাইমস

‘ফ্লিপকার্ট লেডিজ ভার্সেস জেন্টলম্যান সিজন ২’-এর মঞ্চে দেবলীনা জানান, ‘তিনি খুব ভালো টিচার ছিলেন। সবাই তার কাছে যেত টিউশন নিতে। ক্লাসের সব ভালো ছাত্রছাত্রীরা, আমার দুজন প্রিয় বন্ধুও তার কাছেই টিউশন নিত। কিন্তু এক সপ্তাহ পর ওরা আসা বন্ধ করে দেয়। এরপর আমি টিউশনে গিয়েছিলাম এবং তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বাড়ি ফিরে মাকে সবটা জানাই। আমরা স্যারের বাড়ি গিয়ে তার বউয়ের কাছে অভিযোগ করি। আমি সত্যিই চেয়েছিলাম কড়া ব্যবস্থা নিতে। কিন্তু..’ আক্ষেপের সুরে দেবলীনা জানান, সমাজের ভয়ে তার বাবা-মা রাজি হয়নি পুলিশে অভিযোগ জানাতে। দেবলীনা বলেন, ‘সেটা একেবারে অনুচিত কাজ ছিল। প্রত্যেক বাবা-মার উচিৎ ছেলেমেয়েরা এই ধরণের অভিযোগ জানালে তাদের পাশে থাকা এবং আইনি ব্যবস্থা নেওয়া। ‘গোপী বউ’ বলেন, ‘প্রত্যেক বাবা-মাকে অনুরোধ জানাচ্ছি দয়া করে সমাজের ভয়ে আপনারা পিছিয়ে থাকবেন না। ব্যবস্থা নেবেন।’