ভারতে আশ্রয় খুঁজছেন আশরাফ গনির মন্ত্রিরা

| আপডেট :  ১৬ আগস্ট ২০২১, ০১:৫১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২১, ০১:৫১ অপরাহ্ণ

তালেবানের ‘বিজয়ের মধ্য দিয়ে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন তার ‘মন্ত্রিসভার অনেক সদস্য। ইতোমধ্যে অনেকে

ভারতে গিয়ে পৌঁ’ছেছেন। গত শুক্রবার থেকেই আফগানিস্তানের রাজনৈতিক মহলের বেশ কিছু বড় নেতা ভারতে যেতে শুরু করেন। গণ’মাধ্যমের খবরে বলা হয়, ওয়াহিদুল্লাহ কা’লিমজাই, আ’ব্দুল আজিজ হাকিমি,

আব্দুল কাদির জাজাই, মালেম লালা গুল, জামিল কারজাই, হামিদ কা’রজাই, শুকরিয়া এসাখেইল, মুহাম্মদ খান, আবদুল হাদি আ’রঘান্দিওয়াল, মুহাম্মাদ শরিফ শরিফি, মরিয়ম সো’লাইমানখেইল প্রমুখ সংসদ সদস্যরা

রয়েছেন সেই তালিকায়। আরও অনেকে সেই পথ অনুসরণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে আ’ফগানিস্তানের কেন্দ্রীয় রাজধানী কাবুল বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘো’ষণা করেছে তালেবান। কাতারে

অবস্থিত তালেবানের রা’জনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহেল শাহীন বলেছেন, যারা শত্রুদের সহযোগিতা করেছেন, তাদের জন্যও ইসলামিক আমিরাত

আফগা’নিস্তানের দরজা খোলা। তিনি বলেন, আমরা আগেও ক্ষমা করে দিয়েছি এবং আবারও বলছি, আসুন সবাই মিলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।