রাস্তায় চা-সিঙারা বিক্রি করা ২৫০ জনের ব্যাংকে কোটি কোটি টাকা!

| আপডেট :  ২৪ জুলাই ২০২১, ০৫:১৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২১, ০৫:১৩ অপরাহ্ণ

চা-সিঙাড়া বিক্রি করে বড় জোর কত টাকায় আয় করেন একজন বিক্রেতা।হয়তো সারা মাসে চা-সিঙাড়া বিক্রি করে অল্প কিছু টাকা জমে। কিন্তু কোটি টাকা? সেটা সম্ভব চা-সিঙাড়া-কচুরি বিক্রি করে? সেটাই হয়েছে এবার। খুচরা পেশার সঙ্গে যুক্ত ২৫০ জনের ব্যাংক ব্যালেন্স নাকি কোটি কোটি টাকার সন্ধান মিলেছে।

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে সম্প্রতি আয়কর দপ্তরের একটি তদন্তে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য।
তদন্তকারীরা বলছেন, বছরের পর বছর ধরে খুচরা বিক্রির সঙ্গে যুক্ত ওই কোটিপতিরা। কোনও রেজিস্ট্রেশন নেই। দিতে হয় না আয়কর। এমনকি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার কোনও সার্টিফিকেট ছাড়াই দিনের পর দিন খাবার বিক্রি করেন তারা।

আয়কর দপ্তরের তদন্তে জানা গেছে, কানপুরে সামান্য ছাঁট মালের ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে তিনটা দামি গাড়ি রয়েছে। যা কিনতে হয় ঘাম ছুটে যাবে কোনও সাধারণ মানুষের।

তদন্তে দেখা গেছে, বছরে এক টাকাও কর বা জিএসটি দেন না ওই সব খুচরা ব্যবসায়ীরা। অথচ কেউ কেউ চার বছরে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন।
কানপুরের আর্যনগর ও স্বরূপনগরের একজন পান বিক্রেতা নাকি মহামারির সময়ে প্রায় ৫ কোটি রুপির সম্পত্তি কিনেছেন।