ম্যাক্রোকে থাপ্পড় মারা যুবকের ৪ মাসের কারাদণ্ড

| আপডেট :  ১১ জুন ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১১ জুন ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ণ

সম্প্রতি জনসম্মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মেরেছিলেন ২৮ বছরের যুবক ড্যামিয়েন টারেল। আর এর জেরে ওই যুবককে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন।

সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এর আগে নিজেকে চরম ডানপন্থী ‘দেশপ্রেমিক’ বলে বর্ণনা করেছিলেন ওই যুবক। এছাড়া,
আদালত আরও জানিয়েছে, টারেল কোনোদিন নির্বাচন করতে পারবেন না এবখ আগামী পাঁচ বছর পর্যন্ত কোনও অস্ত্রেরও মালিক হতে পারবেন না।

বৃহস্পতিবার আদালতে টারেল বলেন, এটি অপরিকল্পিত ছিলো এবং তিনি কোনও কিছু চিন্তা না করেই ওই থাপ্পড় মেরেছেন। মূলত তিনি ফ্রান্সের ‘অধপতনের’ কারণে তিনি রাগান্বিত ছিলেন। তবে দক্ষিণপূর্বাঞ্চলীয় ভ্যালেন্স শহরের ওই আদালতে টারেলকে সাজা যখন সাজা দেয়া হয়, তখন তিনি নির্বিকার ছিলেন।

আদালত তার আদেশে টারেলকে চার মাসের কারাদণ্ড দেন। এছাড়া আরও ১৪ মাসের সাসপেন্ডেড সাজাও ঘোষণা করেন আদালত। অর্থাৎ এই সময়ের মধ্যে টারেল অন্য কোনও অপরাধ করলে তাকে আগের অপরাধের জন্য সাজা পেতে হবে। আদালতের রায়ের পর কান্নায় ভেঙে পড়েন টারেলের বান্ধবী।

প্রসঙ্গত, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে একটি জনসংযোগের সময় ম্যাক্রোঁর বাম গালে থাপ্পড় মারেন টারেল।