ফ্রান্সের প্রে’সিডেন্টকে চড় মা’রা সেই সাহসী যুবকের পরিচয় মিলেছে

| আপডেট :  ৯ জুন ২০২১, ০৪:৪০ অপরাহ্ণ | প্রকাশিত :  ৯ জুন ২০২১, ০৪:২২ অপরাহ্ণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ই’মানুয়েল ম্যাক্রোঁকে চড় মা’রা যুবকের পরিচয় মিলেছে।পু’লিশের বরাত দিয়ে প্রাথমিক অনুসন্ধানে বুধবার (৯ জুন) বলা হয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবকের নাম ডামিয়েন টারেল। তবে তার বি’রু’দ্ধে কোনো ধরনের অ’প’রা’ধের রেকর্ড নেই।

পু’লিশি জিজ্ঞাসাবাদ এখনও চলছে। তার বি’রু’দ্ধে বিশিষ্ট ব্যাক্তির ওপর হা’ম’লার অ’ভিযোগ আনা হতে পারে। এতে সর্বোচ্চ তিন বছরের কারাদ’ণ্ড হতে পারে তার। জ’রিমানা হতে পারে ৪৫ হাজার ইউরো।

অনুসন্ধানের সঙ্গে যু’ক্ত এক ব্যক্তি জানান, টারেল অনেকটা বেশি অন্যমনস্ক, কৌতুহলী ও কম্পিউটারে গেমস খেলার নে’শায় মগ্ন থাকতো।ইউটিউবের বিভিন্ন উগ্র ডানপন্থি চ্যানেলের গ্রাহক (সাবস্ক্রাইবার) ছিলেন। একই সঙ্গে মধ্যযুগীয় তলোয়ার ল’ড়াইয়ের তিনি একজন ভক্ত।

তিনি স্থানীয় একটি মা’র্শাল আর্ট প্রশিক্ষণ ক্লাব পরিচালনা করতেন যেখানে ঐতিহ্যবাহী তলোয়ার ল’ড়াইকে প্রাধান্য দেয়া হতো।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।

এদিকে চড়ের ঘটনায় মুখ খুলেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।এক প্রতিক্রিয়ায় একে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন তিনি।স্থানীয় পত্রিকা ডৌফাইন লিবারেকে দেয়া এক সাক্ষাতকারে ম্যাক্রাঁ বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এবং খুবই নির্বুদ্ধিতার কাজ।