ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো আমিরাত

| আপডেট :  ৩১ মে ২০২১, ০৫:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ মে ২০২১, ০৩:১২ অপরাহ্ণ

মাত্র কয়েকদিন আগেই আল আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ফিলিস্তানে নির্বিচারে বিমান হামলা চালিয়ে প্রায় ২৫০ নিরীহ মুসলিমকে হত্যা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতন বন্ধ হয়নি।

এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের যখন মুসলিম রাষ্ট্রগুলোর সহযোগিতা প্রয়োজন ঠিক তখনই ইসরায়েলের  সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত। অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্রটি রোববার (৩০ মে) ইসরায়েলের রাজধানী তেল আবিবে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে।

জানা গেছে, গত প্রায় আট মাস ধরে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আসা-যাওয়াও চলছিল। সর্বশেষ চলতি বছরের ১ মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আবিবে পাঠানো হয়েছিল।

প্রসংগত, ২৬ বছর পর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল দেশটি। এর আগে ১৯৯৬ সালে ‘ওয়াদি চুক্তি’র আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল জর্ডান।