নদীতে ফেলে দেয়া হচ্ছে করোনা রোগীর মরদেহ

| আপডেট :  ৩০ মে ২০২১, ০২:০৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২১, ০২:০৫ অপরাহ্ণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিপর্যস্ত সমগ্র ভারত। প্রতিদিনই দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করছে। এমনকি মৃতের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে, দেশটির শশ্মানগুলোতে লাশ পোড়ানোর কাঠের সংকট দেখা দিয়েছে।

আর এমন পরিস্থিতে বাধ্য হয়েই স্বজনরা করোনায় আক্রান্ত রোগীর মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছেন। সম্প্রতি ভারতের এমন ই একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশকে নির্দেশ দেয়া হয়েছে করোনা রোগীদের মরদেহ যেন নদীতে না ফেলা হয়। এমনকি এর জন্য নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে পুলিশি টহলও রয়েছে। তবে সচেতনতার অভাব ও সৎকারের অর্থের জোগানে ব্যর্থ হয়ে লাশ নদীতে ফেলতে বাধ্য হচ্ছে মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় গত ২৮ মে প্রদেশের বলরামপুর জেলায় দুই ব্যক্তি রাপ্তি নদীর সেতু থেকে একটি মরদেহ নদীতে ছুঁড়ে ফেলেন। দুজনের মধ্যে একজন পিপিই পরা ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে একজন মৃতব্যাক্তির আত্মীয়।

এ বিষয়ে বললামপুরের প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, মরদেহটি করোনা রোগীর ছিল। তার স্বজনরা মরদেহটি নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। মরদেহটি তাদের ফেরত দেয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসংগত, সম্প্রতি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে গঙ্গায় বেশ কিছু মৃতদেহ ভেসে আসতে দেখা যায়। পঁচাগলা দেহ জমা হচ্ছে নদীর পাড়ে। সেগুলো কোভিড রোগীদের দেহ। শ্মশানে পোড়ানোর জায়গা না পেয়ে নদীতে মৃতদেহ ভাসিয়ে দেন অনেকে।