‘ইসরায়েলের আ’য়ু ফুরিয়ে এসেছে’

| আপডেট :  ৩০ মে ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২১, ০৯:৫৩ পূর্বাহ্ণ

ইরানে নি’যুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আল জাওয়ায়ি বলেছেন, এবারের গা’জা যু’দ্ধের মধ্য’দিয়ে ইহুদি’বাদী ইসরা’য়েলের আয়ু ফুরিয়ে এসেছে। আজ শনিবার) ‘খনেয়ে মিল্লাত’ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ইমাম খোমেনী (রহ.) ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বং’সে বিশ্বাস করতেন, এবারের ১২ দিনের যু’দ্ধ ইসরায়েলের ধ্বং’সের সূচনা বিন্দু হিসেবে কাজ করবে।

সালাহ আল জাওয়ায়ি বলেন, মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিতে হবে। এসব দেশের সমর্থন ছাড়া প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে না। ইসরায়েলের সঙ্গে কোনো কোনো মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশের উচিত ফিলিস্তিনিকে সমর্থন করা।

গত ১০ মে গাজা উপত্যকার উপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ২৫০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হন। আহত হন প্রায় দুই হাজার ফিলি’স্তিনি ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় দখ’লীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষে’প করে ফিলি’স্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। শেষ পর্যন্ত ফিলিস্তি’নিদের প্রতিরোধের মধ্যে ২১ মে মিশরের মধ্যস্থতায় যু’দ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল।ফলে এ যু’দ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের