ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে অধিকাংশ আমেরিকান: জরিপ!

| আপডেট :  ৩০ মে ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ণ

স্বাধীন ফি’লিস্তি’ন রাষ্ট্র গঠণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাসিন্দাদেরই সমর্থন রয়েছে। সাম্প্রতিক এক অনলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে। আরব আমেরিকান ইন্সটিটিউট (এএআই) পরিচালিত এই জরিপে এক হাজারের অধিক মার্কিন নাগরিক অংশগ্রহণ করেছেন। আজ শনিবার (২৯ মে) এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

গত ২৭ মে প্রকাশিত জরিপে দেখা গেছে, ফি’লিস্তি’নিদের অ’ধিকার রক্ষা ও সমর্থনে রিপা’বলিকা’নদের তু’লনায় মার্কিন ডে’মোক্র্যো’টদের সংখ্যা বেশি। প্রায় এক-তৃতীয়াংশ মার্কিনী মনে করেন, ইস’রায়ে’ল ও ফি’লিস্তি’ন উভয়ই সমান অধিকার পাওয়ার দাবি রাখে। যাদের মধ্যে ৮০ শতাংশ ডেমোক্র্যোট এবং ৬৭ শতাংশ রিপাবলিকান।

ইস’রায়ে’ল-ফি’লিস্তি’ন স’হিং’স’তায় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ক্ষে’ত্রে প্রায় অর্ধেক অংশগ্রহণকারী স্বাধীন ফি’লিস্তিন রাষ্ট্র গঠণের পক্ষে মত দিয়েছেন। মাত্র ১২ শতাংশ এতে রাজি হয়নি। এ বিষয়ে এএআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জেমস জোগবি বলেন, যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোকে ফি’লিস্তিনিদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ফিলিস্তিন পন্থী ব’ক্তাদের কথা বলার জন্য যথেষ্ট সুযোগ দিচ্ছে কংগ্রেস। এমনকি অধিকাংশ ই’সরা’য়েলিপন্থী ডেমো’ক্র্যাটরা হ’তাশ হচ্ছেন। কারণ, তাদের একটি নতুন প্রজন্ম এই পরি’বর্তনের নেতৃত্ব দিচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমানে ডেমোক্র্যাটরা ইস’রায়ে’লের থেকেও ফি’লিস্তি’নিদের বেশি প্রাধান্য দিচ্ছে।