রো’গে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু নয়, বরং ই’সরায়েলি হা’মলায় ‘শ’হিদ’ হতে চাই: হামাস নেতা

| আপডেট :  ২৭ মে ২০২১, ১২:৫২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ মে ২০২১, ১১:৫০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের হামাস ও ই’সরায়েলের মধ্যে আপাতত যু’দ্ধবিরতি হলেও সীমান্ত বন্ধ রেখে গাজাবাসীর ও’পর আগ্রাসন অব্যাহত রেখেছে তেল আবিব। সরাসরি বো’মা দিয়ে না

হলেও সীমান্ত বন্ধ রেখে সাধারণ ফিলিস্তিনিদের দমানোর চেষ্টায় ব্যস্ত তেল আবিব। এরইমধ্যে ই’সরায়েলি যু’দ্ধমন্ত্রী বেনি গান্তেজ হু’মকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের

পাশাপাশি হামাসের সা’মরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হ’’ত্যা করতে চায় তেল আবিব। ই’সরায়েলি এমন হু’মকিতে ভ’য় না পেয়ে উল্টো চ্যালেঞ্জ ছু’ড়ে দিলেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবর অনুযায়ী, বুধবার (২৬

মে) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ই’সরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, বেনি গান্তেজকে এক ঘণ্টার সময় দিচ্ছি। পারলে আমাকে হ’’ত্যা করে দেখাক। ওই সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এ হু’মকিতে বিচলিত কিনা? উত্তরে এই হামাস নেতা বলেন, হার্ট অ্যাটাকে বা ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু তার কাম্য নয় তিনি বরং ই’সরায়েলি হা’মলায় ‘শহিদ’ হতে চান। সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, ‘আমি এখন থেকে বেনি গান্তেজকে এক ঘণ্টার সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হ’’ত্যা করে।