গাজা যুদ্ধে হেরে ইসরায়েলের স্বপ্ন ভেঙে পড়ছে: ইসলামি জিহাদ

| আপডেট :  ২৭ মে ২০২১, ০৪:২৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৭ মে ২০২১, ০৪:২৫ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, গাজা যুদ্ধে হেরে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের স্বপ্নগুলো দিনদিন ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিরা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জিহাদ আন্দোলনের নেতা নাসের আবু শরীফ এসব কথা বলেছেন, আমরা ফিলিস্তিন ইস্যুটি পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছি এবং এই ইস্যু কখনো মুছে যাবে না।

কয়েক দশকের ইসরায়েলি দখলদারিত্বের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোভাবের কথা তুলে ধরে আবু শরীফ আরও বলেন, প্রতিরোধ আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের অপরাধযজ্ঞ সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে। এখন মুসলিম বিশ্বের উচিত- ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো। সূত্রঃ পার্সটুডে