সিট বেল্টে বাঁধা মেয়ের লাশ, কাঁদতে কাঁদতে গাড়ি চালাচ্ছেন বাবা

| আপডেট :  ২৬ মে ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ মে ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ণ

ভারতে ভয়াবহ রূপ ধারণ করেচে করোনা ভাইরাস। প্রতিনিয়তই বেড়ে চলছে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। হাসপাতালগুলোতে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। চাহিদার আধিক্যের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে এম্বুলেন্সের ভাড়া।

আর এই অধিক ভাড়ার কারণে অ্যাম্বুলেন্সের পরিবর্তে নিজ গাড়িতে মেয়ের মৃতদেহ নিতে বাধ্য হয়েছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের কোটা শহরে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুর পর অধিক ভাড়ার কারণো হাসপাতাল থেকে মেয়ের লাশ বাড়িতে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেন নি ওই বাবা।

জানা গেছে, অ্যাম্বুলেন্স না পেয়ে গাড়ির সামনের সিট বেল্টে মেয়ের লাশ বেঁধে কাঁদতে কাঁদতে ড্রাইভ করছেন বাবা। ইতোমধ্যে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে জন্ম দিয়েছে সমালোচনার।

এ বিষয়ে ওই বাবা জানান, ৪০ হাজার টাকা চেয়েছিলো অ্যাম্বুলেন্স কিন্তু তার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। দর করার পরও রাজস্থান থেকে ৮৫ কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে ১৬ থেকে ৩৫ হাজার টাকা। তাই নিজের গাড়িতেই মেয়ের লাশ বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ইতোমধ্যে ছবিটি ভাইরাল হতেই নড়চড়ে বসেছে প্রশাসনও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে তারা।