ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর অনুরোধ নোরা ফাতেহির

| আপডেট :  ২৫ মে ২০২১, ০৬:৫০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ মে ২০২১, ০৬:৫০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনিদের বি’রুদ্ধে ইসরায়েলের হা’মলা ও না’রকীয় ধ্বং’সযজ্ঞ দেখে অনেকের মতো বলিউড তারকা নোরা ফাতেহিও প্রতিবাদী হয়ে উঠেছেন।ফিলিস্তিনের অব’রুদ্ধ গাজা উপত্যকা ও আল-আকসায় ইসরায়েলের ক্রমাগত হামলায় শত শত মানুষ যেভাবে প্রাণ হা’রাচ্ছেন, তা নিয়ে কোনোভাবেই নীরব থাকতে পারেননি সময়ের আলোচিত এই নৃত্যশিল্পী।

প্রতিবাদ জানিয়ে তার ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন। তার পোস্টের ছবিগুলোর মাধ্যমে জেরুজালেমের শেখ জাররাহের পূর্বভাগে যে অন্যায় ঘটছে, তা স্পষ্টভাবে উঠে এসেছে।

ইসরায়েলের বর্বরোচিত হা’মলার নিন্দা জানানোর পাশাপাশি নোরা তার সব অনুরাগীকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করেছেন। একই সঙ্গে নোরা তার শেষ পোস্টে বিশ্বনেতা ও রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতা রুখে দেওয়ার পথ তৈরি করে দেওয়ার।

তার কথায়, এভাবে যুদ্ধবিগ্রহ ও নারকীয় হত্যাযজ্ঞ চলতে থাকলে মানবতা বিপন্ন হয়ে পড়বে। তাই এখনই সঠিক কোনো সমাধানের পথ বেছে নিতে হবে। আ’ক্রমণ নয়, পাল্টা আ’ক্রমণ নয়,

বিশ্বনেতা ও রাজনীতিবিদদের উচিত দুই জাতির এই বিবাদের সঠিক মীমাংসা করে দেওয়া। এদিকে, ফিলিস্তিনিদের পাশাপাশি নোরা ফাতেহি ভারতের চলমান করোনা সংকট নিয়েও বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছেন। বলেছেন, প্রতিটি দুর্যোগে মানুষকেই থাকতে হবে মানুষের পাশে।