এবার ইসরায়েলকে কঠিন হুশিয়ারি দিলো ইরান

| আপডেট :  ২৪ মে ২০২১, ০২:৩০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ মে ২০২১, ০২:৩০ অপরাহ্ণ

মাত্র কয়েকদিন আগেই ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অর্ধশতাধিক শিশুসহ মৃত্যুবরণ করেছে প্রায় দুই শতাধিক নিরাপরাধ নাগরিক। এই ঘটনার জেরে অধিকাংশ মুসলিম রাষ্ট্র ইসরায়েলের ওপর ক্ষুব্ধ৷ আর এবার ইসরায়েলকে কঠিন হুশিয়ারী দিলো ইরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন, দখলদার ইসরায়েল একটি শেকড়বিহীন বৃক্ষ। প্রয়োজনে এটিকে খুব দ্রুতই উপড়ে ফেলা হবে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নানা অর্জন তুলে ধরে রোববার (২৩ মে) এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলেও। পাল্টা জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরাক ও সিরিয়ার পর এবার হামাসকে সমর্থন দিয়ে সন্ত্রাসের ‘মদদদাতা’ হিসেবে নিজেদের প্রমাণ করেছে ইরান। একইসঙ্গে তিনি আরও বলেন তেহরানসহ অন্যান্য প্রতিপক্ষকে শক্ত হাতে দমন করা হবে।

এদিকে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ‘গাজা’ নামে নতুন একটি ড্রোনের উদ্বোধন করেছে ইরান। ইরানের নিজম্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই ড্রোন উদ্বোধন করা হয়েছে রোববার (২৩ মে)।
উদ্বোধন অনুষ্ঠানে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি জানান, নতুন এই ড্রোনটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে গোপন ছবি তুলতে সক্ষম। সেই সঙ্গে প্রতিপক্ষের স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালাতেও পারবে ড্রোনটি।