আকাশ থেকে বরফখণ্ড ফেললো এলিয়েন

| আপডেট :  ২৪ মে ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ মে ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ণ

অনেকেই বিশ্বাস করেন পৃথিবীর বাইরেও আছে উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণের অস্তিত্ব। বিজ্ঞানীরা এই প্রাণীর নাম দিয়েছেন এলিয়েন। এখনও এলিয়েনের সুস্পষ্ট প্রমাণ না মিললেও প্রায়ই এমন কিছু ঘটনা ঘটে যা এলিয়েনের উপস্থিতির সম্ভাবনাকে জোরালে করে। আর সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকায়।

দিনটি ছিলো পুরোপুরি রৌদ্রজ্জ্বল। আকাশে মেঘের কোনো অস্তিত্বই ছিলো না। কিন্তু এমন সমশই একটি বাড়ির চালে হঠাৎই আকাশ থেকে বড়সড়ো আকৃতির একটি বরফখণ্ড আছড়ে পড়ে। সাথে সাথেই বাড়ির চাল ভেঙে বরফখন্ডটি ঘরের ভেতরে ঢুকে যায়।

জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হয় নি। ঘরের চাল ভাঙলেও আছড়ে পড়া বরফটি আছে অক্ষত। এ ঘটনায় স্থানীয় মার্টিন কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পেজে তার ফেসবুক পেজে বড়সড় ফুটো হওয়া ঘরের চাল ও বরফের চাঁইয়ের ছবি শেয়ার করেছেন।

এদিকে অনেকেই ভাবছেন এটি এলিয়েন বা ভিনগ্রহীদের কারসাজি। আরেক দল বলছে, কোনো পণ্যবাহী অ্যারোপ্লেন থেকে পড়েছে বরফটি। আবার আবহাওয়াবিদরা বলছেন, প্রাকৃতিকভাবেও আকাশে বরফখণ্ড সৃষ্টি হতে পারে, যা পড়তে পারে। তবে স্থানীয়দের দাবি, এমনটা আগেও বেশ কয়েকবার হয়েছে।